পটিয়া( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী >>> চট্টগ্রামের কর্ণফুলী শাহা আমানত সেতু এলাকায় গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা সহ খোরশেদ আলম নামে এক মাদ্রাসার ছাএকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম উপপরিচালক সানাউল্লাহ মিয়া এর নেতৃত্বে একটি টিম ্৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেট্রো কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজার উত্তর পাশে ঢাকাগামী এস আলম পরিবহনে অভিযান চালিয়ে খোরশেদ আলম (২৫) কে ১৪,০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে। সে কক্সবাজার আল হেরা নূরানী একাডেমী এর সহকারী শিক্ষক এবং কক্সবাজার হাসেমিয়া মাদ্রাসার ছাত্র বলে জানায়। গ্রেপ্তারকৃত আসামি উখিয়া হাজীপাড়া বদিউল আলম তার সাথে এ ইয়াবা পাচারে জড়িত বলে সে প্রাথমিকভাবে শিকার করে। খোরশেদ আলম (২৫) কক্সবাজার জেলার রাজা পালং দরগা বিল ৮ নম্বর ওয়ার্ডের আবদুর রহমানে পুএ।সে দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসা করে আসছেন বলে বিষয়টি দৈনিক জনতা’র সাংবাদিক এর কাছে নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা।এছাড়াও পটিয়া উপজেলার গুচ্ছ গ্রাম, মুরালীঘাট, অলির হাট, আমজুর হাট,বাইপাস সড়ক, জঙ্গলখাইন ইউনিয়নে বিভিন্ন স্পটে জমজমাট মাদক ব্যাবসা চলছে বলে একাধিক সুএে জানা যায়।











মন্তব্য