বাবুল রানা মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে টাঙ্গাইলের মধুপুরের কৃতি সন্তান জোবায়ের আল মাহমুদ রিজভীকে সহসভাপতি হিসেবে মনোনীত করায় মধুপুর ও ধনবাড়ি উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।শনিবার (২০ মে)সকাল ১১টার দিকে মধুপুর উপজেলার গাংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ধনবাড়ী ও মধুপুরের ছাত্রদলের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন।
বরণ শেষে প্রায় ৪ শতাধিক মোটর সাইকেল শোডাউন করে প্রথমে টেংরী গোরস্থানে এসে তিন তিন বারের সাবেক মেয়র মরহুম সরকার শহীদ এর কবর জিয়ারত করেন। পরে সরকার শহীদের বাস ভবনে তার স্ত্রী আনোয়ারা খন্দকার লিলি ও একমাত্র ছেলে আদিত্য সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে শোভাযাত্রাটি তার নিজ গ্রামের বাড়ী মোটের বাজারে গিয়ে শেষ হয়। তিনি মধুপুর উপজেলার মোটের বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ এর ছেলে। সহ-সভাপতি জোবায়ের আল মাহমুদ রিজভীর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, তিতুমির কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ লতিফ পান্না, উপজেলা বিএনপির সাবেক সদস্য শামছুজ্জামান সেলিম সহ মধুপুর ও ধনবাড়ী উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দ।
মন্তব্য