প্রতিনিধি মোংলা >>> ভারত ৫০শতাংশ রপ্তানী শুল্ক বৃদ্ধি করায় বিকল্প ও সহজলভ্য হিসেবে এবার পাকিস্তান থেকে চিটাগুড় আমদানী করেছে বাংলাদেশ। যার প্রথম চালান নিয়ে বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এম,টি ডলফিন-১৯। জাহাজটি পাকিস্তানের করাচী বন্দর থেকে ৫হাজার ৫শ মেট্টিক টন চিটাগুড় নিয়ে আসে। দুপুরে ওই জাহাজটি হতে এ চিটাগুড় খালাস শুরু হয়েছে। খালাস হওয়া এ চিটাগুড় মোংলা থেকে রেলপথে রেলে করে নেয়া হবে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে। সেখান থেকে তা দেশের বিভিন্ন ফিড কোম্পানীতে সরবরাহ করা হবে।এদিকে পাকিস্তান থেকে প্রথমবারের মতো চিটাগুড় আমদানী হওয়ায় বিদেশী জাহাজের ক্যাপ্টেন, নাবিক, আমদানীকারক ও শিপিং এজেন্ট প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ। বন্দর জেটিতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর শফিকুল ইসলাম সরকারসহ অন্যান্যরা।
মন্তব্য