২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • বিজেপি জোট ৩০০ ছুঁইছুঁই, জরিপের আভাস পেরোল বিরোধীরা ভিনদেশ
  • বিজেপি জোট ৩০০ ছুঁইছুঁই, জরিপের আভাস পেরোল বিরোধীরা ভিনদেশ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনার প্রায় ৪ ঘণ্টা পেরিয়েছে। এতে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোট ২৯০ আসনে এগিয়ে আছে। অপরদিকে বুথফেরত জরিপের চেয়ে ভালো অবস্থানে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে কংগ্রেস নেতৃত্বধীন ‘ইন্ডিয়া’ জোট।

    মঙ্গলবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এনডিটিভির লাইভ প্রতিবেদনে বলা হয়, ‘ইন্ডিয়া’ জোট ২৩০টি আসনে এগিয়ে। তারা বুথফেরত জরিপের আভাস পেরোতে সক্ষম হয়েছে। শনিবার ওই জরিপে বলা হয়, মাত্র ১৪১-১৬২টি আসন পেতে পারে বিরোধী ইন্ডিয়া জোট। যা ইতোমধ্যে ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত মিলছে। এ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল ২১ আসনে এগিয়ে থেকে বিজয়ের আশা করছে।

    দেশটিতে সরকার গঠনে লোকসভায় ৫৪৩ আসনের মধ্য ২৭২ আসনে বিজয়ী হতে হবে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর লাইভ আপডেট বলছে, বিজেপি জোট সংখ্যাগরিষ্ঠতা খুব সহজে অর্জন করতে চলেছে।

    এর আগে বুথফেরত জরিপে বলা হয়, ৩৫০টিরও বেশি আসন পেয়ে ফের ক্ষমতায় আসছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। অর্থাৎ নরেন্দ্র মোদিই আবার প্রধানমন্ত্রী হচ্ছেন। তবে এত আসন না পেলেও মোদি খুব ভালো অবস্থানে আছেন।

    লোকসভা নির্বাচনের ফল / ভারতজুড়ে ৩ স্তরের কড়া নিরাপত্তা
    দেশটিতে সাত দফার ভোট শেষে আজ মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করেন কর্মকর্তারা। বর্তমানে একে একে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গণনা করা হচ্ছে।

    কর্মকর্তারা বলছেন, ইভিএমে ভোট হওয়ায় ফলাফল দ্রুত প্রস্তুত করা সম্ভব হচ্ছে। সন্ধ্যার আগে সব কেন্দ্রের ফল পাওয়া যাবে। রাতের মধ্যে ভোটের ফলাফলের চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

    এদিকে বিজয় উদ্‌যাপনের প্রস্তুতিও শুরু করেছে বিজেপি। বিভিন্ন রাজ্যে জমকালো আয়োজনের অপেক্ষায় দলের নেতাকর্মীরা।

    অন্যদিকে ভারতে এবারের লোকসভা নির্বাচন বিশ্বরেকর্ড করেছে। বিশ্বের সর্বকালের সব রেকর্ড ভেঙে বেশিসংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

    দেশটির প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এ দাবি করেছেন। ভোটের এ হারকে অলৌকিক ঘটনা হিসেবে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। খবর বিবিসির।

    প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, সাত দফার ভোট শেষে অষ্টাদশ লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল গণনা চলছে। এক এক করে কেন্দ্রগুলো থেকে ফল আসছে।

    এবারের নির্বাচনে নথিভুক্ত ভোটার ছিলেন প্রায় ৯৭ কোটি। এদের মধ্যে ৬৪ কোটি ২০ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন। এ সংখ্যাটি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page