মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর>>> ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ তলা ভবন নির্মাণ কাজ চলছে।শুরুতেই দেখা যায় ভবন নির্মাণ কাজে অনিয়ম করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।স্বাস্থ্য প্রকল্পের অধিনে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভবনের নির্মাণ কাজ করছেন মেসার্স শরাফত এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান।রবিবার বেলা ১২ টার দিকে হাসাপাতাল চত্বরে নির্মাণ কাজের স্হানে গিয়ে দেখা যায় সিডিউল মোতাবেক কাজ না করে বালু বেশি দিয়ে ঠিকাদারের ইচ্ছা স্বাধীন কাজ করছে।বিষয়টি জানতে কাজেের তদারকি কারক ইঞ্জিনিয়ার এখতেখার কে খুজে বের করে নির্মান কাজের অনিয়ম হচ্ছে বলায় তিনিও অনিয়মের বিষয়টির সত্যতা পান।ব্যয় বহুল হাসপাতাল ভবন নির্মানের স্হানে দেখা যায়নি নির্মাণ কাজের ব্যয় প্রকম্পিত কোন সাইনবোর্ড।হাসপাতাল কতৃপক্ষের কোন লোক নির্মাণ কাজের স্হানে দেখা যায়নি।এবিষয় নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ এইচ ও ডাঃ জয়দেব সরকার বলেন,আমি হাসপাতালের কর্মকর্তা হওয়া সত্বেও হাসপাতাল ভবন নির্মাণের বিষয় কোন তথ্যই আমার কাছে নেই।ঠিকাদার আমার সাথে কোন যোগাযোগ না করেই নির্মাণ কাজ করছে।এবিষয় তথ্য জানতে ফরিদপুর সিভিল সার্জন ও এক্সচেঞ্জ বরাবর লিখিতভাবে অবগত করা হয়েছে।মোবাইল ফোনে কথা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শরাফত হোসেনের সাথে।তিনি বলেন,ঠিকাদারি কাজে অনিয়ম হবেই আপনারা এর কি লিখবেন।এছাড়া জুন মাসে প্রকল্প শেষ হয়ে যাবে। একতলা ভবনের কাজ করাও অসম্ভব হয়ে যাবে।একাজে আমার লোকসান হবে।
মিজানুর রহমান
০১৮৩২১১৯৬৭৭
৩০ এপ্রিল ২০২৪
মন্তব্য