মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর>>> ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী বাজারে গভীর রাঁতে আগুন লেগে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।গতকাল বুধবার ১ মে দিবাগত রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নি কান্ডে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান,প্রতিদিনের মত বুধবার রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে ছিলেন তারা।হঠাৎ রাত ১টার দিকে খবর পান বাজারে আগুন লেগেছে।আগুনে সিরাজ মিয়ার মালিকানাধীন একটি মুদি দোকান,দুটি কাঠের দোকান ও একটি সেলুনের দোকানসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।তবে কোথা থেকে কিভাবে আগুন লাগে, তা বলতে পারেনি কেউ।নগরকান্দা ফায়ার স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন,গভীর রাতে খবর পেয়ে অগ্নিকাণ্ডস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগে চারটি দোকান পুড়ে যায়।কিভাবে আগুন লেগেছে,তা এখনো বুঝতে পারিনি।তদন্ত সাপেক্ষে বলা যাবে।
মিজানুর রহমান ০১৮৩২১১৯৬৭৭
২ মে ২০২৪
মন্তব্য