কলমে -রিতনুর >>>
হিম শীতল ঠান্ডা দিনে
রসের কথা মনে পড়ে,
রসের কথা মনে হলে গায়ে
কাঁপন ধরে।
খুব সকালে উঠে যখন
গাসীরা রসের পাতিল পারে,
কত মানুষ রস খাইতে
শহরটা ভাই ছাড়ে।
নারকেলের কুলি পিঠা ,
রসের চিতই
ব্যস্ততম ঢাকা মহানগরীতে বল পাব কই?
ফুল পাখি মেলে আঁখি
শীতের দিনে ,
তাইতো হেমন্তের আনন্দ শিশুরাও নেয় চিনে।
হাহাকার করছে মনটাকে
আজ খেজুর গাছ দেখে ,
কত রস খেয়েছি শৈশবে
মায়ের আঁচলে ছেঁকে।
আশায় আশায় চেয়ে থাকতাম
কবে আসবে শীত ,
প্রতীক্ষার প্রহর হতো না যে শেষ
চেয়ে দেখো একবার
কত সুন্দর এই আমাদের রূপব বৈচিত্রের
সোনার বাংলাদেশ,
শীতের প্রকৃতিতে কত সুন্দর নতুনত্বের আমেজ।
মন্তব্য