পেকুয়া প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়ায় সমাজ সেবক আজমের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঘোষাল পাড়া এলাকায় মাস ব্যাপী শীতবস্ত্র বিতরণ শুরু করেন বিশিষ্ট সমাজ সেবক এম আজম উদ্দিন।শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন গরীব অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে মাস ব্যাপী শীতবস্ত্র ও অর্থ সহায়তা প্রদান কর্মসূচি হাতে নিয়েছি। আগামীতে গরীব অসহায় মানুষের পাশে থেকে এধরণের কর্মসূচি অব্যাহত থাকবে।তিনি আরো বলেন হাঁড় কাপানো শীতে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান।সমাজ সেবক আজম উদ্দিন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে সেবা মুলুক কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ জনহিতকর করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য