মোঃ দিদারুল ইসলাম,পেকুয়া প্রতিনিধি >>>পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে অনুষ্টিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ২য় খেলায় পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি বনাম কুতুবদিয়ার নবারুন সংঘ মুখোমুখী হয়।সোমবার (২৪ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত খেলায় পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি ২-০ গোলে জয়ী হয়। ম্যান আব দ্যা ম্যাচ নির্বাচিত হন পেকুয়া ফুটবল একাডেমির অধিনায়ক হাসান। সাড়ে ৪ টায় পেকুয়া স্পোর্টিং ক্লাবের আয়োজিত এ টুর্নামেন্টের পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক ছাফওয়ানুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম সিআইপি, প্রধান মেহমান মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুল আমিন, বিশেষ অতিথিরা হলেন, রাজাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু জাফর, পেকুয়া উপজেলা কৃষক দলের আহবায়ক আবু সিদ্দিক রনি, সদস্য সচিব মনসুর আলম ইউনুস, রাজাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বশর বাবু,জিয়াউল হক জিয়া, জাহাঙ্গীর আলম, অলি আহমদ, রমিজ আহমদ,, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মইন উদ্দিন, ডা.জহিরুল ইসলাম, পেকুয়া সদর পূর্ব জোন শাখার আহবায়ক ছরওয়ার, সদস্য সচিব ইউসুফ, রাজাখালীর আহবায়ক এসএম আমিন উল্লাহ ও সদস্য সচিব নুরুল ইসলাম।প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় দুদলই একাধিক সুযোগ পেয়ে গোলের দেখা পায়নি। পেকুয়া ফুটবল একাডেমির অধিনায়ক হাসান স্বাধীন ও বিদেশী খেলোয়াড় বুয়োটিং এর যৌথ আক্রমণ কুতুবদিয়ার রক্ষণভাগ ভেদ করে গোল করতে ব্যর্থ হয়।প্রথমার্ধের শেষ ৮ মিনিট কুতুবদিয়ার জাহাঙ্গীর, রাব্বি, ইমতিয়াজ সুযোগ পেলেও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের সময় পেকুয়া ফুটবল একাডেমির খেলোয়াড় স্বাধীনের পাশ থেকে বিদেশী খেলোয়াড় বুয়োটিং গোল করলে ১-০ গোলে এগিয়ে যায়। ২২ মিনিটের সময় অধিনায়ক হাসানের চমৎকার ফিনিশিং এ ফের গোল করে ব্যবধান বাড়ায় ২ এ। দুদলের আক্রমণ পাল্টা আক্রমণ থাকলেও কোন দল আর গোল করতে পারেনি।
মন্তব্য