মোঃ নাসির উদ্দীন তালুকদার পটুয়াখালী প্রতিনিধি
আশা করা যায় নৌকা মার্কায় এই পাঁচজনের মধ্যে যেকোনো একজনই হবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে গলাচিপা-দশমিনা আসনের নৌকার মাঝি। জনসমর্থন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যকলাপ সহ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় মহলে যারা সুনাম অর্জন করছেন তাদের মধ্যে এই পাঁচজনই আছেন সবার চেয়ে এগিয়ে। কেন্দ্রীয় মহলের বিভিন্ন গুঞ্জন থেকেই বোঝা যাচ্ছে সক্রিয় ও জনসমর্থনের এর দিক দিয়ে এই পাঁচজন এর যে কোন একজনই হবে নৌকা মার্কায় প্রর্থী।১. জনাব এস এম শাহজাদা: বর্তমানে দশমিনা গলাচিপা আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি। তিনি একজন ব্যবসায়ী ও আওয়ামী লীগ সমর্থিত রাজনীতিবিদ। গলাচিপা দশমিনা আসনে এমপি থাকাকালীন অবস্থায় তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। ভবিষ্যতে এ ধারা তিনি অব্যাহত রাখবেন বলে জনগণকে আশ্বস্ত করেছেন।২. ইকবাল হোসেন (জমাদ্দার) : দশমিনা গলাচিপা আসনের একজন শক্তিশালী নমিনেশন প্রত্যাশী হলেন জনাব ইকবাল হোসেন জমাদ্দার। তিনি বিশিষ্ট শিল্পপতি যার বাংলাদেশের ব্যবসায়িক মহলে যথেষ্ট সুনাম রয়েছে এবং পাশাপাশি আওয়ামী লীগ এর একজন সক্রিয় নেতা। জনসমর্থনের দিক থেকে এবং আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিবিদ হিসেবে দশমিনা-গলাচিপা উপজেলায় তিনি সবার থেকে নৌকা মার্কার নমিনেশন পাওয়ার ব্যাপারে এগিয়ে আছেন। দশমিনা গলাচিপার মানুষকে আর্থসামাজিক দিক থেকে এগিয়ে নেওয়ার জন্য তিনি ব্যাপক উদ্যোগ নিয়েছেন। যেগুলো বাস্তবায়িত হলে দশমিনা-গলাচিপা হবে একটি বাণিজ্য ও শিল্পনগরী। তাই এই অঞ্চলের ভাগ্য উন্নয়নে সকলের একটাই চাওয়া আগামী সংসদ নির্বাচনে জনাব ইকবাল হোসেন জমাদ্দর কে পটুয়াখালী ৩ আসনের এমপি হিসাবে চান। আওয়ামী লীগ এর কেন্দ্রীয় পর্যায়ও তিনি ব্যাপক সমর্থন পেয়েছেন।৩. লেফটেন্যান্ট কর্নেল আবুল হোসেন : সাবেক বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা। বর্তমানে তিনি আওয়ামী লীগ রাজনীতি দিক থেকে ব্যাপক সুনাম অর্জন করেছেন। মাঠ পর্যায়েও তিনি সাংগঠনিকভাবে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। তারও আগামী নির্বাচনে শক্তিশালী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নমিনেশন পাওয়ার সম্ভাবনা অনেক।৪. শওকত হোসেন: একজন রাজনীতিবিদ ও সাবেক চেয়ারমান, দশমিনা উপজেলা পরিষদ। তার মধ্যে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। জনপ্রিয়তার দিক থেকে তিনিও পিছিয়ে নেই। আগামী নির্বাচনে তিনিও হতে পারেন নৌকার মাঝি।৫. আ স মা জাওয়াদ হোসেন: তিনি হলেন বিখ্যাত রাজনীতিবিদ জনাব আ খ মা জাহাঙ্গীর হোসেনের সুযোগ্য সন্তান । জনসমর্থনের দিক থেকে তিনিও আছেন দশমিনা-গলাচিপা আওয়ামী লীগের নৌকা মার্কার অন্যতম প্রার্থী।সর্বশেষ: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনীত করবেন দশমিনা গলাচিপা উপজেলার জনগণ তার সমর্থনে থাকবেন। এটাই আমরা সাধারন মানুষ মনে করি।
মন্তব্য