২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • পটুয়াখালীতে চাঁদা না দেওয়া পেট্রোলের আগুনে হোটেল ম্যানেজার জাহাঙ্গীরের মৃত্যু
  • পটুয়াখালীতে চাঁদা না দেওয়া পেট্রোলের আগুনে হোটেল ম্যানেজার জাহাঙ্গীরের মৃত্যু

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>>পটুয়াখালীতে চাঁদা না দেয়ায় সাকিব গাজী পেট্রোল ছুড়ে আগুনে ঝলসে যাওয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার আবাসিক হোটেলের ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের (৩৫) মৃত্যু হয়েছে। ৮ জুন বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটের সময় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল ফকির গত ৬ জুন সাকিব গাজী ও শাহীন গাজী এবং অজ্ঞাত ৪/৫ জনের নামে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং -৮। শাকিব গাজী ফটিকের খেয়াঘাট এলাকার শাহীন গাজীর ছেলে। মামলার অভিযোগ সূত্রে জানাগেছে, গত ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় এসে ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের কাছে চাঁদা দাবি করেন এসময় ম্যানেজার চাঁদা না দেয়ায় শাকিব গাজী তার গায়ে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। এসময় ম্যানেজার জাহাঙ্গীরের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তার গায়ে আগুন দেখতে পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার করা হলে দীর্ঘ পাঁচ দিন পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন এ ব্যপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ধরতে আমাদের একটি টিম কাজ করছে।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page