২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • রাজনীতি >> সোস্যাল মিডিয়া
  • পটুয়াখালীতে আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ।
  • পটুয়াখালীতে আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

    বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে ২০তম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়েছে। এ উপলক্ষে ২২/০৫/২০২৩ ইং তারিখে রোজ সোমবার সকাল দশ ঘটিকায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা ‍উত্তলন করা হয়, পরে বিকাল ৪.৩০ মিনিটের সময় নতুন বাস স্টান্ড আওয়ামী মৎস্যজীবী লীগের অস্হায়ী কার্যালয়ে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী শোভাযাত্রা বেড় হয়ে সহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাংলাদেশ আওয়ামীলীগের পার্টি অফিসে এসে শেষ করে । এ সময় জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে একটি আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভা পটুয়াখালী জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: নিজাম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মৃধা’র পরিচালনায় বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা মৎস্যজীবী লীগের সহ সভাপতি ড. মো: শহিদুল ইসলাম বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবুদুল মান্নান, পটুয়াখালী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: নিজাম ‍উদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান জুয়েল মৃধা । এসময় অন্যানদের মধ্যে আরও ‍উপস্থিত ছিলেন আওয়ামী মৎস্যজীবীলীগের সাংগঠনিক সম্পাদক মো: ফজলুল করিম ফোরকান, কে এম জিয়াউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মামুন, মৎস্য ও প্রানী বিষয়ক সম্পাদক দীপংকর সাহা সম্বু, মহিলা বিষয়ক সম্পাদক শাহানাজ পারভিন ছবি, সাংস্কিৃতিক বিষয়ক সম্পাদক তানিয়া আহম্মেদ, উপ-আইন বিষয়ক সম্পাদক ‍উম্মে আসমা আখী, পটুয়াখালী সদর ‍উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো: জহিরুল হক রানা মৃধা, যুগ্ন সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামন রুবেল, গলাচিপা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো: নুরসাইদ মিয়া, সাধারণ সম্পাদক মাহামুদ হাসান সাবু সহ পটুয়াখালী’র জেলা, আট উপজেলা ও পৌর মৎস্যজীবী লীগের অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য পটুয়াখালী জেলা মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আকর্ষণ করেছে জেলার সকল পেশার নারী পুরুষের। সাধারণ মানুষের মতামত এ ধরনের বর্ণাঢ্য আনন্দ সোভাযাত্রা আসলেই চোখে পরার মতন । হাজার বছরের শেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জননেত্রী শেখ হাসিনা এবং স্থানীয় দুই সদস্য সংসদ ও জেলার আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক নেতা দের ছবি সম্বলিত বিশাল ছবি, জাতীয় ও দলীয় পতাক প্রদর্শন ছিল চোখে পরার মতন। উল্লেখ্য ২০০৪ সালে ২২ মে যাত্রা শুরু করে মৎস্যজীবী লীগ। আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে দলের সহযোগী সংগঠন হিসেবে মৎস্যজীবী লীগকে স্বীকৃতি দেওয়া হয়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page