আনোয়ারুল আজিমঃচাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালী চাটখিল উপজেলার বক্তারপুর-রমাপুর ও পূর্বগোবিন্দপুরস্থ বাগে ইব্রাহীম দারুল আযহার মাদরাসার সম্মুখে নান্দনিক নবনির্মিত আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ জামে মসজিদের কার্যক্রম শুক্রবার জুমার নামাজের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়েছে। বক্তারপুর গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও দানবীর এবং ইব্রাহিম নীট গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ এর উদ্যোগে এবং ইব্রাহিম নীট গার্মেন্টস এর অর্থায়নে ৩ তলা বিশিষ্ট এ মসজিদটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী জুমায় ঢাকা থেকে আগত খতিব মুফতি সামছুল হক এর ইমামতিতে এলাকার ও দূর দূরান্ত থেকে কয়েক হাজার মুসল্লি এসে নামাজ আদায় করেন।মসজিদ নির্মাণে সার্বিক তত্তাবধায়নে থাকা উদিয়মান সমাজসেবক কাউছার আহমেদ কাজল জানান, ২০২৪ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। এ বছর পবিত্র মাহে রমজানে যেন রোজাদাররা সুন্দর ভাবে ইবাদাত বন্দেগী করতে পারে এ জন্য দ্রুততার সহিত মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।উদ্বোধনী জুমায় আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ জানান, এলাকার মুসল্লিদের এবাদত বন্দেগীর সুবিধার্থে এ মসজিদটি নির্মাণ করা হয়েছে। তাই এলাকার সকলের মসজিদ মনে করে রক্ষণাবেক্ষন করার জন্য সকলকে আহবান জানান।
মন্তব্য