২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • নাটোর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার; ছদ্মবেশী নার্স আটক!
  • নাটোর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার; ছদ্মবেশী নার্স আটক!

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    স্টাফ রিপোর্টার>>>>

    নাটোর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার; ছদ্মবেশী নার্স আটক! নাটোরে সদর হাসপাতাল থেকে নার্স বেশে চুরি করে নিয়ে যাওয়া নবজাতক কন্যা শিশুকে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে চুরির সাথে জড়িত ছদ্মবেশী সেই নার্সকেও আটক করেছে পুলিশ। পুলিশের এক বিশেষ শাখা সুত্রে প্রাথমিক তথ্যে জানা যায়, শুক্রবার (৯ জুন) রাতে অভিযান চালিয়ে কুষ্টিয়ার খাজানগর এলাকা থেকে নবজাতক শিশু কন্যাকে উদ্ধার সহ চুরির সাথে জড়িত নারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। উদ্ধার হওয়া শিশু সহ গ্রেফতার ওই নারীকে নিয়ে অভিযাত্রিক পুলিশের দলটি নাটোর উদ্দেশ্যে রওনা হয়েছে।শনিবার (১০ জুন) দুপুর ১২টার দিকে নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিষয় বিস্তারিত জানাবেন বলে পুলিশের বিশেষ শাখা সুত্রে জানা গেছে।এদিকে শিশু কন্যার পিতা মাহফুজুর রহমান পলাশের এবং মা হাসনা হেনা তাদের একমাত্র সন্তানকে উদ্ধারের খবরে আনন্দ প্রকাশ করে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, জেলা পুলিশের আন্তরিকতায় আমাদের সন্তানকে ফিরে পেয়েছি। পুলিশ তাদের সর্বোচ্চ দিয়ে উদ্ধারে চেষ্টা করেছেন। সেজন্য জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।উল্লখ্য, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে নলডাঙ্গা উপজেলার খাজুরা মহিষডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমান পলাশের নবজাতক শিশু কন্যা চুরি হয়। নার্সের পরিচয় দিয়ে মুখোশধারী (মাস্ক পরিহিত) এক নারী দাদি খাউরুন নাহারের কোলে থাকা শিশুটিকে ডাক্তার দেখানোর নাম করে চুরি করে নিয়ে যায়। এর আগে বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১টা ২০ মিনিটের সময় সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে মাহফুজুর রহমান পলাশের স্ত্রী হাসনা হেনা শিশুটির জন্ম দেন। জন্ম নেয়া শিশুটি দুর্বল হওয়ায় তাকে গাইনি ওয়ার্ড থেকে শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page