নিউজ ডেক্স>>> বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রবিয়াহ কাবা শরিফের গিলাফ উপহার দিয়েছেন।সম্প্রতি জেদ্দায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সৌদি ধর্ম মন্ত্রীর পক্ষ থেকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।সোমবার (৭ অক্টোবর) ড. খালিদ হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।পোস্টে তিনি জানান,কাবা শরিফের গিলাফ মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় প্রতীক।গিলাফটি উপহার হিসেবে পেয়ে তিনি সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটিকে ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে উল্লেখ করেন।তিনি আশা প্রকাশ করেন,এই সম্পর্ক উভয় দেশের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে।সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে,প্রতি বছর হজের সময় কাবা শরিফের পুরানো গিলাফ পরিবর্তন করা হয় এবং সেই গিলাফের অংশবিশেষ ফ্রেমে সংরক্ষণ করে বিশ্বজুড়ে বিশেষ মুসলিম ব্যক্তিত্বদের উপহার হিসেবে প্রদান করা হয়।উল্লেখ্য,গত ২৬ সেপ্টেম্বর ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন হজযাত্রীদের খরচ কমানোর বিষয়ে আলোচনা করতে সৌদি আরব সফরে যান।সেখানে তিনি বাংলাদেশি হজযাত্রীদের বিমান ও বাড়ি ভাড়ার খরচ কমানো এবং সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর বিষয়টি নিয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।
মন্তব্য