মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি>>> ইসলাহ্ ও আত্মশুদ্ধিমুলক সম্পূর্ণ অরাজনৈতিক দ্বীনী সংগঠন মদিনার জামাতের উদ্যোগে মদিনার জামাতের সম্মানিত আমির শাহ সুফী আলহাজ্ব হযরত মাওলানা মোঃ হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব হুজুরের নির্দেশনায়।কামাল্লার হজরত পীর সাহেব হুজুরের যোগ্য উত্তরসূরী ও মদিনার জামাতের সম্মানিত মহাসচিব পীরজাদা প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা সাইফুর রহমান খন্দকার ও মদিনার জামাতের সিনিয়র যুগ্ন মহাসচিব মাওলানা মোঃ হেদায়েতুল্লাহ্ খন্দকার ও মাওলানা হাবিবুল্লাহ্ সরকার হুজুরের নেতৃত্বে।গতকাল রোজ মঙ্গলবার দুপুরে তীব্র তাপদাহে ঢাকা শ্যামলীর রিংরোডে পথচারি রিক্সা ড্রাইভার ও দরিদ্রদের মাঝে ঠান্ডা পানি বিতরণ করা হয়।
আল্লাহপাক যেনো দয়াল নবীজীর ওসিলায়‚তীব্র তাপদাহ্ গরমে ঘাম জড়ানো সবার খিদমাতকে কবুল করে সেজন্য মালিকদের দরবারে ফরিয়াদ করা হয়।মদিনার জামাত প্রতিষ্ঠিত বাংলাদেশ নূরে মদিনা ছাএ কাফেলার সম্মানিত সভাপতি মোঃ সালমান ফার্সি সাধারন সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক সহ সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে মদিনার জামাতের নেতৃবৃন্দ বলেন।সুফিদের জীবনে খিদমতে খালক বা সৃষ্টির সেবা বিশেষভাবে পরিলক্ষিত হয়।তারা ভালোবাসার শক্তিতে মানুষের হৃদয়ের স্থান লাভ করেন।জাতি-ধর্মবর্ণনির্বিশেষে সবার বিপদে তারা পরম মমতায় পাশে দাঁড়ায়।তারাই প্রকৃত ইনসানে কামিল।হাদিসে এসেছে,‘ঈমানদার হলো ভালোবাসার কেন্দ্রস্থল।সকলকে গুনাহ ও নাফরমানী থেকে ফিরে আসার আহবান জানিয়ে মাওলানা সাইফুর রহমান খন্দকার ও মাওলানা হেদায়েতুল্লাহ্ খন্দকার কুরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বলেন।দেশব্যাপী প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত।এমতাবস্থায় প্রচন্ড তাপদাহে বেশি বেশি তওবা ইস্তেগফার করে কৃত গোনাহের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়াতায়ার কাছে তওবা করতে হবে। তিনি কুরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ পাক সূরা রূমের ৪১ নং আয়াতে বলেছেন, ‘জলে স্থলে সমস্ত বিপর্যয় মানুষের দু’ হাতের কামাই।’ আগুন, খরা, বন্যা এগুলোকে আমি বিপর্যয় মনে করি।জলবায়ু ও আবহাওয়ার দ্রুত পরিবর্তন মানবসভ্যতার জন্য এক অশনিসংকেত। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, বরফ গলে যাওয়া এবং ওজোনস্তরের ফুটো বা ফাটল সভ্যতার ধ্বংসের কারণ হতে পারে।সামাজিক ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণ উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন,জল-স্থলে বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল।(আল-কোরআন,সুরা-৩০ রুম, আয়াত: ৪১)
মন্তব্য