২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের বিবৃতি! বান্দরবানের আলীকদম উপজেলায় মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার চার বান্দরবান রুমা উপজেলায় বিশ্ব পানি দিবস উদযাপন পানি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি তাগিদ নোয়াখালীর চাটখিলে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। লবণাক্ত পানি পানে উপকূলের নারীদের জরায়ু সংক্রমন বেড়েছে তানোরে ব্যবসায়ীদের দখলে হিমাগার বিপাকে কৃষক তানোরে কোল্ড স্টোরে আলুর গাড়ির দীর্ঘ লাইন, তীব্র যানজটে ভোগান্তিতে সাধারণ মানুষ চন্দ্রঘোনায় দ্যা স্টুডেন্ট সোসাইটি ইফতার মাহফিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জেড ফোর্স দলের ইফতার বিতরণ। “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, আন্দোলন চালিয়ে যেতে হবে।” — শামা ওবায়েদ ইসলাম রিংকু
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> রাজশাহী
  • তানোর রাজশাহীতে আলুচাষিরা লোকসানের আশঙ্কায়
  • তানোর রাজশাহীতে আলুচাষিরা লোকসানের আশঙ্কায়

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সোহেল রানা,তানোর(রাজশাহী) প্রতিনিধি >>> রাজশাহী অঞ্চলে আর মাত্র ২০ থেকে ২৫ দিনের মধ্যে আলু উঠতে শুরু করবে। জমিতে আলু পরিচর্যায় শেষ সময়ে ব্যস্ততা সময় পারছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবারো আলুর বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। গত কয়েক বছরে আলুর দামে লাভবান হয়েছেন কৃষকরা। সাধারণ ভোক্তা আলু সর্বোচ্চ ৭০ হতে ৮০ টাকা কেজি দরে কিনেছেন। এতে সাধারণ মানুষ আলুর দামে নাভিশ্বাস ফেললেও কৃষকদের মাঝে বেশ স্বস্থি দেখা গেছে। আলুর দাম আকাশ চুম্বি হওয়ায় মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীরা অর্থনৈতিক ভাবে মোটা অংকে লাভবান হয়েছে। তবে তুলনামূলক ভাবে কৃষক এবারের ২০২৪-২৫ অর্থ বছরে বেশী দামের আশায় আবাদের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন।কিন্ত্ত আলুর বর্তমান বাজার মূল্য নিম্নমূখী হওয়ায় হতাশা প্রকাশ করছেন কৃষকরা। জমি লীজ গ্রহণ হতে শুরু করে আলু আবাদে সারের ব্যবহার, কৃষকদের মজুরীসহ অন্যান্য খরচ বেশী হওয়ায় খরচ উঠানো নিয়ে দু:শ্চিতায় পড়েছে কৃষকরা।রাজশাহী কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, গত ২০২৩-২৪ অর্থ বছরে রাজশাহী জেলায় আলু চাষ হয়েছিলো ৩৪ হাজার ৯৫৫ হেক্টর জমিতে। আলুর দাম ভালো পাওয়ার আশায় এবার কৃষকরা আবাদ বাড়িয়ে দেয়। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে আলুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ হাজার হেক্টর। তবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার আবাদ হয়েছে ৩৮ হাজার ৫০০ হেক্টর।তানোরে প্রায় ১৩ হাজার ৩৮৫ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে।রাজশাহী অঞ্চলের আলু চাষীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার প্রতিবিঘা আলুর উৎপাদন খরচ হচ্ছে ৮০ হতে ৯০ হাজার টাকা। প্রতিবিঘা ফলন হয় ১০০ থেকে ১২০ মন। তানোর উপজেলার তালন্দ ইউপি এলাকার আলু চাষী গোলাম রাব্বানী জানান, এবার ১৫ বিঘা আলু আবাদ করেছি। এবার জমিতে আলুর গাছে বেশ ভালো আছে। আবহাওয়া খুব সুন্দর থাকায় আলুর চাষে তেমন ব্যাঘাত ঘটেনি। যার ফলে আলুর বাম্পার ফলন হবে বলে আশা করছি। তিনি আরো বলেন, ‘গতবার কোল্ড স্টোরে রেখে সর্বোচ্চ ৫০ টাকা কেজি দরে বিক্রি করেছিলাম। এবার আলুর ফলন বেশী আবার খরচ বেড়েছে প্রায় দ্বিগুন। সেই তুলনায় আলু খুচরা পর্যায়ে বর্তমানে বিক্রি হচ্ছে ২০ হতে ২৫ টাকা। আমাদের আলু উঠতে আরো সময় লাগবে ফলে আলুর দাম তেমন পাবো না। দাম কি হবে সেটাও বলা মুশকিল। ফলে এবারের যে খরচ তা উঠা নিয়ে বেশ চিন্তিত আছি। তিনি দাম নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে বলেন, গত বছর যা লাভ করেছিলাম এবার তা পুরোটায় শেষ হয়ে যাবে বলে মনে হচ্ছে।তালন্দ ইউপির আলু চাষী মাহাবুর রহমান মাহাম জানান, আমি গতবার ১০ বিঘা আবাদ করেছিলাম এবারো ১০ বিঘা জমিতে আবাদ করেছি। এবার আলুর যে দাম ও আবাদ খরচ তাতে কপালে চিন্তার ভাজ পড়েছে। গতবার ১০ বিঘায় ৬ লাখ টাকা মতো লাভ হয়েছিলো।এবার আলুর উৎপান খরচ ও দাম নিম্নমুখি হওয়ায় পথে বসতে হবে বলে মনে হচ্ছে। কামারগাঁ ইউপির মালার মোড়ের আব্দুল বলেন,এবার ৪ বিঘা জমিতে আলু আবাদ করেছেন।তার খর হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকা। বর্তমানে আলুর যা দাম তাতে খরচ উঠবে কি না তা নিয়ে শঙ্কায় রয়েছেন।গোদাগাড়ী উপজেলার ঈশ্বরীপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকার জানান, গতবারের চাইতে আমার ব্লকে আলুর আবাদ অনেক বেশী। দাম ভালো পাবার আশায় অনেকে বেশী করে আবাদ করেছে। এবারের মৌসুকে আলুর আবাদে আবহাওয়া বেশ উপযোগী। তেমন কোন রোগ বালাই দেখা যায়নি। তবে আলুর যা দাম তা নিয়ে হতাশায় আছেন কৃষকরা।রাজশাহীর তানোর উপজেলার কৃষকরা জানান, এবার আলু আবাদে খরচ বেশী। কোল্ড স্টোরে রেখে আলু সংরক্ষণ করা হয়। তবে এবার কোল্ড স্টোরের মালিকরা কেজি প্রতি খরচ ৪ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা করেছেন। অপরদিকে এবার আলুর দাম নিন্মমুখি। ফলে এবার আমাদের প্রচুর লোকসান হবে।গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা  মরিয়ম আহমেদ বলেন, গতবছর উপজেলায় আলু আবাদ হয়েছিলো এক হাজার ৯৮৫ হেক্টর জমিতে। এবার তা বেড়ে ২ হাজার ৩১৪ হেক্টর জমিতে আবাদ হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় আলুর গাছ বেশ ভালো আছে। আমাদের মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের আলু চাষীদের সর্বোচ্চ সহযোগিতা করতে নির্দেশনা দেওয়া আছে। সেটা তারা বাস্তবায়ন করছেন। এবার আশা করা যায় আলুর বাম্পার ফলন হবে।রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে ছালমা জানান, গতবারের চাইতে রাজশাহী অঞ্চলে এবার আলুর বেশী আবাদ হয়েছে। এবার আলুর আবাদ লক্ষমাত্রা ধরা হয়েছিলো ৩৫ হাজার হেক্টর। এবার তা ছাড়িয়ে ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। আমি নিয়মিত মাঠ পরিদর্শন করেছি। তাতে দেখা গেছে আবহাওয়া অনুকূলে খাকায় জমিতে আলুর গাছ ভালো আছে। রাজশাহী কৃষি অফিসের নির্দেশনায় উপজেলার কৃষি কর্মকর্তারা কৃষকদের সহযোগিতা করছেন। আশা করা যায় এবারও আলুর ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের বিবৃতি!
    বান্দরবানের আলীকদম উপজেলায় মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার চার
    বান্দরবান রুমা উপজেলায় বিশ্ব পানি দিবস উদযাপন পানি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি তাগিদ
    নোয়াখালীর চাটখিলে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
    লবণাক্ত পানি পানে উপকূলের নারীদের জরায়ু সংক্রমন বেড়েছে
    তানোরে ব্যবসায়ীদের দখলে হিমাগার বিপাকে কৃষক
    তানোরে কোল্ড স্টোরে আলুর গাড়ির দীর্ঘ লাইন, তীব্র যানজটে ভোগান্তিতে সাধারণ মানুষ
    চন্দ্রঘোনায় দ্যা স্টুডেন্ট সোসাইটি ইফতার মাহফিল

    You cannot copy content of this page