এস আর,সোহেল রানা,তানোর(রাজশাহী) প্রতিনিধি:>>>রাজশাহী তানোর থানার চৌকস পুলিশ টিমের অভিযানে দেশীয় অস্ত্র (হাঁসুয়া)সহ ২জনকে আটক করা হয়েছে।গত(১৪জুন) বুধবার রাত্রী ১২টার দিকে তানোর শিবনদী ব্রীজ থেকে তাদের দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন,তানোর পৌর এলাকার গুবির পাড়া গ্রামের শরিফুল ইসলামের পুত্র আরিফুজ্জামান রনি(২৮) ও উপজেলার হিরানন্দপুর গ্রামের মৃত মতিউর কবিরাজের পুত্র আরিফ কবিরাজ(২৬)। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১২টার দিকে শিবনদী ব্রীজের দেশীয় অস্ত্র হাঁসুয়া নিয়ে মোহড়া দিচ্ছিলেন আসামিরা দুইজন। এসময় ৯৯৯নম্বরে ফোন করে আসামিদের কথা জানানো হয়।এতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ২টি হাঁসুয়াসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া।
মন্তব্য