সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি>>> বিগত কয়েক বছর থেকে আলুর ভালো দাম পেয়ে এবারও আলু চাষ করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন তানোরের কৃষকরা। মৌসুমের শুরুতেই বীজ ও সারের দাম বেশি হলেও,নিয়তি মনে করেই তারা আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন।দিন-রাত সমান করে কলের লাঙল দিয়ে জমি চাষের পর বিঘার পর বিঘা জমিতে আলু রোপণ করছেন কৃষকরা।পুরো মাঠজুড়ে কৃষকদের কর্মব্যস্ততা চোখে পড়ার মতো।গত বছরও জেলায় রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হয়েছিল।তারপরও সারাবছর বেশি দামেই আলু বিক্রি হয়েছে।গত প্রায় তিন বছর ধরে আলু চাষে লাভবান হয়েছেন কৃষকরা।এবার আলুর দাম ছিল সবচেয়ে বেশি।ফলে মৌসুম শুরুর পর থেকেই কৃষকরা আলু চাষের প্রস্তুতি শুরু করে।আগে দিন মজুর সঙ্কট ছিল না। এখন টাকা দিয়েও দিন মজুর পাওয়া যায় না।এক বিঘা জমিতে এবার আলু চাষ করতে অনেক খরচ পড়ছে।আলুর শুধু রোপণ খরচই আড়াই হাজার টাকা।মাসখানেক পর আলু বাঁধাই করতে আবার খরচ হবে কমপক্ষে সাড়ে তিন হাজার।এ ছাড়া শুরুতে বীজ ও সারের মোটা খরচ তো আছেই।তবে আলুর দাম বেশি হওয়ায় কোন জমিই কৃষকরা ফেলে রাখছেন না।সবাই আলু চাষে মনোযোগী হয়েছেন ।’
মন্তব্য