সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর শহরে ফয়সাল আলী (২৭) নামের এক যুবককে সংঘবদ্ধভাবে পাশবিকভাবে নির্যাতন করার ঘটনা ঘটেছে। এই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় পুরো উপজেলায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।ভিডিও ভাইরাল হওয়ার পর ফয়সাল আলী মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে ৬ জনের নাম উল্লেখ ও ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, মুণ্ডমালা উত্তর পাড়া মহল্লার সাইফুল ইসলামের পুত্র ফয়সাল আলীকে গত ২৭ আগস্ট বিকাল সাড়ে ৫টায় বন্ধুত্বের সুবাদে মুন্ডুমালা পৌর শহরের আজমুল্লার পুত্র রানা (২৭) ও জাইদুল (২২) মুন্ডুমালা বাজার থেকে চা খাওয়ার নাম করে তাদের নিজ বাড়িতে ডেকে নেয়। এরপর তারা ফয়সালকে হুমকি দিয়ে ১০ লক্ষ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়।ফয়সাল রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তার রুমের দরজা বন্ধ করা হয়। মুখ ও হাত গামছা দিয়ে বেঁধে লোহার রড দ্বারা শরীরের বিভিন্ন স্থানে মারপিট করা হয়, যার ফলে তিনি গুরুতর জখম হন। প্রাণ রক্ষার্থে ফয়সাল চিৎকার করলে অভিযুক্ত রানা তার হাত থেকে মোবাইল ফোন ও নগদ ১৮,০০০ টাকা ছিনিয়ে নেন। পরে মুন্ডুমালা ফাঁড়ি তদন্ত কেন্দ্রের অফিসার কমল তাকে উদ্ধার করেন।তানোর থানার ওসি আফজাল হোসেন সংবাদমাধ্যমকে জানান, অভিযোগ পেয়েছি এবং তদন্ত শেষে দোষীদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য