কবি শাহাদাত হোসেন তালুকদার >>>
রচনার তারিখঃ ২৯/০৫/২০২৩ খৃঃ
টুঙ্গিপাড়ার সোনার ছেলে
খোকা মুজিবর,
কে জানিত তুমিই নায়ক
স্বদেশ কারিগর ?
পদ্মা পাড়ের নাউয়ের মাঝি
গোপালগঞ্জের কিশোর,
শত্রু মুক্ত গড়তে এদেশ
স্বপ্নে ছিলে বিভোর।
বাংলা মায়ের সেই তরুণের
স্বপ্ন বেজায় সুদূর,
ডানপিটে এই দুষ্ট খোকার
শক্তি সাহস অপার।
শিশুর মতো সরল প্রাণে
বহে তোমার জীবন,
উদার মনের স্বাধীন চেতা
বর্নাঢ্য জীবন তোমার।
বিলিয়ে দিতে নিজের যাহা
গরীব দুখীর মাঝে,
ভালোবাসা বিলিয়ে দিতে
প্রেরণা দিতে কাজে।
বীরের চেয়ে শক্তি তোমার
শপথ মুষ্টি ভরা,
একটি বাংলা গড়তে হবে
ইহাই চেয়েছি মোরা।
সফল তুমি শোষন মুক্ত
একটি বাংলাদেশর,
হাসবে মানুষ বাঁচতে জীবন
নতুন ইতিহাসের।
নিগৃহীত জেল জুলুমে
তবুও নুয়াওনি মাথা,
চিনিয়ে আনবোই স্বাধীনতা
শেখ মুজিবের কথা।
মরতে রাজি লাখে লাখে
দাবিয়ে রাখতে কে,
তোমার কথায় বাংলা জাগে
তবেই স্বাধীন বাংলা এই।
যেমন কথা তেমন কাজে
স্বাধীনতা মোদের,
হাজার প্রাণের রক্ত সাগর
বিলিয়ে জীবন নিজের।
স্বাধীনতার নায়ক মুজিব
দেশের জাতির পিতা,
বুঝতে পেলো বিশ্ববাসী
এই খোকাই শেখের বেটা।
মন্তব্য