১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮২ ইরানী’র ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘মূল প্রযুক্তির গুঁড়িয়ে দিয়েছে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান ইসরাইলি হামলায় ১১ দিনে ইরানে নিহত ৫০০ রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন ড. ইউনূস রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ ভারতের ১৫টি শহরে পাকিস্তানের পাল্টা হামলা, উভয় দেশে তীব্র সামরিক উত্তেজনা   ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে
  • প্রচ্ছদ
  • খেলাধুলা >> ফুটবল >> বিনোদন
  • জৈন্তাপুর গুচ্ছগ্রামে নাইট মিনিবার ফুটবল ফাইনাল সম্পন্ন।
  • জৈন্তাপুর গুচ্ছগ্রামে নাইট মিনিবার ফুটবল ফাইনাল সম্পন্ন।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মো সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।

    জৈন্তাপুর উপজেলায় ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত আসামপাড়া গুচ্ছগ্রামে ১ম নাইট মিনিবার ফুটবল ট্রুর্ণামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬শে মে শুক্রবার সন্ধ্যা ৮ ঘটিকায় গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে বীরমুক্তিযোদ্ধা মিরন মেম্বারের সভাপতিত্বে ও সুমন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কার বিতরণ করা হয়। এসময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন তথ্যপ্রযুক্তির এই যুগে মোবাইল গেম ও অনলাইন জুয়ার মধ্যে আসক্ত হয়ে আমাদের প্রজন্ম হুমকির সম্মুখীন হতে চলছে।এই রকমের খেলা বা ট্রুর্ণামেন্টের নিয়মিত আয়োজন ও সফল সমাপ্তি যুব সমাজকে বিপদগামী হওয়া থেকে নিরুৎসাহিত করবে।তিনি আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন।ফাইনাল ম্যাচে সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব ৬-১ গোলে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নিকট পরাজিত হয়ে ১ ম আসরে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব চেম্পিয়ন হবার গৌরব অর্জন করে। ফাইনালে একাই ৫ গোল করে ম্যাচসেরা হন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের হান্নান ও ট্রুর্ণামেন্টের সেরা হন একই ক্লাবের ফিরোজ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও স্হানীয় ইউ পি সদস্য আব্দুস সালাম, আবদুল আজিজ,আবদুল খালেক,হারুন মিয়া,সিরাজ মিয়া,কাবিল মিয়া,দিলু মিয়া,রফিকুল ইসলাম,আবুল কালাম,শফিকুন নুর,কবির আহমেদ আর্মি। এছাড়াও সার্বিক সহোযোগিতায় ও ট্রুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটি সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, বিল্লাল হোসেন, জমির উদ্দিন, জাকির হোসেন, হারিস মিয়া,আবদুল শুক্কুর,আক্তার হোসেন,কাউসার,শাহীন,আলমগীর, নাছির,শাহীন২,ফিরোজ মোকলেস,ইসলাম,রফিক ও আনোয়ার সহ অন্যান্যরা।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page