মো সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।
জৈন্তাপুর উপজেলায় ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত আসামপাড়া গুচ্ছগ্রামে ১ম নাইট মিনিবার ফুটবল ট্রুর্ণামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬শে মে শুক্রবার সন্ধ্যা ৮ ঘটিকায় গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে বীরমুক্তিযোদ্ধা মিরন মেম্বারের সভাপতিত্বে ও সুমন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কার বিতরণ করা হয়। এসময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন তথ্যপ্রযুক্তির এই যুগে মোবাইল গেম ও অনলাইন জুয়ার মধ্যে আসক্ত হয়ে আমাদের প্রজন্ম হুমকির সম্মুখীন হতে চলছে।এই রকমের খেলা বা ট্রুর্ণামেন্টের নিয়মিত আয়োজন ও সফল সমাপ্তি যুব সমাজকে বিপদগামী হওয়া থেকে নিরুৎসাহিত করবে।তিনি আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন।ফাইনাল ম্যাচে সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব ৬-১ গোলে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নিকট পরাজিত হয়ে ১ ম আসরে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব চেম্পিয়ন হবার গৌরব অর্জন করে। ফাইনালে একাই ৫ গোল করে ম্যাচসেরা হন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের হান্নান ও ট্রুর্ণামেন্টের সেরা হন একই ক্লাবের ফিরোজ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও স্হানীয় ইউ পি সদস্য আব্দুস সালাম, আবদুল আজিজ,আবদুল খালেক,হারুন মিয়া,সিরাজ মিয়া,কাবিল মিয়া,দিলু মিয়া,রফিকুল ইসলাম,আবুল কালাম,শফিকুন নুর,কবির আহমেদ আর্মি। এছাড়াও সার্বিক সহোযোগিতায় ও ট্রুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটি সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, বিল্লাল হোসেন, জমির উদ্দিন, জাকির হোসেন, হারিস মিয়া,আবদুল শুক্কুর,আক্তার হোসেন,কাউসার,শাহীন,আলমগীর, নাছির,শাহীন২,ফিরোজ মোকলেস,ইসলাম,রফিক ও আনোয়ার সহ অন্যান্যরা।
মন্তব্য