৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চন্দনাইশে ২ হাজার এতিম শিশুদের খাবারের আয়োজন করেন বিচারপতি আবদুস সালাম মামুন তাহিরপুর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার পেকুয়ায় চিংড়ি ঘেরের বাঁধ কেটে ভাংচুর করল দুর্বৃত্তরা তানোরে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা, র‌্যাবের অভিযানে ৫ জন গ্রেপ্তার পটিয়ায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ গনতান্ত্রিক যুবদল’কে শক্তি শালী করে এলডিপি’কে ক্ষমতাই আনতে হবে- এয়াকুব আলী সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ,শেরপুর-এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নড়াইলে আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল বান্দরবানে জেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, নির্বাচন সময়মতোই হবে: ধর্ম উপদেষ্টা বহুতল ভবনের দাবিতে প্রতিষ্ঠানে মানববন্ধন।
আন্তর্জাতিক:
ইরানী’র ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘মূল প্রযুক্তির গুঁড়িয়ে দিয়েছে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান ইসরাইলি হামলায় ১১ দিনে ইরানে নিহত ৫০০ রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন ড. ইউনূস রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ ভারতের ১৫টি শহরে পাকিস্তানের পাল্টা হামলা, উভয় দেশে তীব্র সামরিক উত্তেজনা   ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ভারত
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম
  • জিবনবাজী রেখে অপরাধী পাকড়াও, লক্ষ টাকা পুরুস্কৃত সিএমপি’র ২ পুলিশ পরিদর্শক
  • জিবনবাজী রেখে অপরাধী পাকড়াও, লক্ষ টাকা পুরুস্কৃত সিএমপি’র ২ পুলিশ পরিদর্শক

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম >>> পুলিশের কাজ হচ্ছে যেকোন মূল্যে অপরাধীদের পাকড়াও করা, সেই অপরাধীদের ধরতে গিয়ে কখনো কখনো নিজেদের জিবনও হুমকির মুখে পড়ে যায়, অপরাধীদের বেপরোয়া হামলায় পুলিশের কঠিন সীমাবদ্ধতায় বেশিরভাগ সময় দেখা যায় থেমে যেতে হয় পুলিশকে। মাঝে মাঝে এমন কিছু দূরন্ত সাহস আর মেধাদীপ্ত দৃষ্ঠান্ত স্থাপিত হয় অকুতোভয় কিছু সংখ্যক চৌকষ, মেধাবী, বুদ্ধিদীপ্ত পুলিশ কর্মকর্তাদের সাহসী পেশাদারিত্বে। পেশাদারীত্বের প্রতি সর্বোচ্ছ কমিটমেন্ট প্রয়োগ করে এমন একটি সিনেমেটিক ঘটনা ঘঠেছিল গত ২৫ ফেব্রুয়ারী চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার ডবলমুরিং থানাধীন বারিক বিল্ডিং মোড় এলাকায়। সংঘবদ্ধ ডাকাতদলকে গ্রেফতার অভিযানে সিনেমাকে হার মানানো সেই সাড়া জাগানো অভিযানে জিবনবাজী রেখে নেতৃত্ব দিয়েছিল সিএমপি’র ডবলমুরিং থানার দুই পুলিশ পরিদর্শক। ডাকাতদের ছুরিকাঘাতের পরও ০৪ জন ডাকাত গ্রেফতার, লুন্ঠিত টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র এবং ছোরা উদ্ধারের ঘটনায় ডবলমুরিং মডেল থানার এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম ও এসআই নজরুল ইসলামকে সিএমপির পুলিশ কমিশনার কার্যালয়ে ডেকে তাদের আপোসহীন পেশাদারিত্ব ও দুরন্ত সাহসের পুরুস্কারস্বরুপ সিএমপি’র পুলিশ কমিশনার মহোদয়ের পক্ষ হতে নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা পুরষ্কার প্রদান করা হয় সেই দুই পুলিশ পরিদর্শককে।০৩ মার্চ’২৫ ইং সোমবার সিএমপির কমিশনার সম্মেলন কক্ষে পুলিশ কমিশনারের পক্ষ হতে এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম’কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, এসআই নজরুল ইসলাম’কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে মোট ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা পুরস্কার প্রদান করা হয়।ঘটনার বিবরনে প্রকাশঃ গত ২৫ ফেব্রুয়ারী’২৫ ইং ডবলমুরিং থানার এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম, এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, বিশেষ অভিযানে ডিউটি করাকালীন ডবলমুরিং মডেল থানাধীন বারিক বিল্ডিং মোড়ের পূর্বে পাশে সিটি গ্রুপ ল্যান্ড লিঃ এর খালি জায়গায় কতিপয় ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করতঃ প্রস্তুতি গ্রহণ করছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হন। প্রাপ্ত সংবাদটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম, এসআই নজরুল ইসলাম এবং থানার টহল টিমের সহায়তায় দুপুর সোয়া ১ টায় বর্ণিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ডাকাত দল দিক-বিদিক পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের চেষ্টা করলে ০১ নং আসামী জাহিদুল ইসলাম (২৪) এবং পলাতক আসামীদের হাতে থাকা ধারালো টিপ ছোরা দ্বারা এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম ও এসআই নজরুল ইসলামদ্বয়কে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি আঘাত করলে এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম এবং এসআই নজরুল ইসলাম গুরুতর আহত হয়েও আসামীদের পাকড়াও করতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী ০১। আবু বক্কর সিদ্দিক প্রকাশ তারেক (২৩), ০২। জাহিদুল ইসলাম (২৪), ০৩। মোঃ জুয়েল (৪৫), ০৪। মোঃ সাহাব উদ্দিন (৩৯) দের গ্রেফতার করেন এবং কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তিতে গ্রেফতাকৃতদের দেখানো মতে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল থেকে ২,১২,০০০ টাকা এবং আসামীদের কাছ থেকে ছোরা ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদী আলামত হিসাবে জব্দ করে।গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের প্রত্যেকের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, মাদক ও অস্ত্র আইনে ডজন খানেক মামলা রয়েছে। তারা প্রত্যেকে পেশাদার এবং সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগণ ২৫ ফেব্রুয়ারী রাত ০২.০০ ঘটিকা হতে সকাল ০৮.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ কর্মাসিয়াল এরিয়াস্থ পাইন ভিউ বিল্ডিংয়ের ২য় তলায় স্থিত “বাংলা ক্যাট” নামীয় অফিস হতে চুরি করে এবং চোরাই টাকার ভাগ ভাটোয়ারাসহ ডাকাতি সংঘটনের লক্ষ্যে উক্ত স্থানে অবস্থান করছিল বলে স্বিকার করে। “বাংলা ক্যাট” নামীয় প্রতিষ্ঠানে চুরি সংক্রান্ত ডবলমুরিং মডেল থানার মামলা নং-১৯, তারিখ- ২৫/০২/২০২৫ খ্রিঃ, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়। ধৃত আসামীগণসহ পলাতক আসামী এবং অজ্ঞাতনামা ০৮/১০ জন আসামী ডাকাতি করার উদ্দেশ্যে বর্ণিত ঘটনাস্থলে জব্দকৃত আলামতসহ অবস্থান করায় এবং পুলিশের কতর্ব্যকাজে বাধাদান, হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে সাধারণ ও গুরুতর জখম প্রদান করায় বর্ণিত আসামীদের বিরুদ্ধে এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে ১। ডবলমুরিং মডেল থানার মামলা নং-২১, তারিখ- ২৫/০২/২০২৫ ইং, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ২। ডবলমুরিং মডেল থানার মামলা নং-২২, তারিখ- ২৫/০২/২০২৫ ইং, ধারা- ১৮৬/ ৩২৩/ ৩০৭/ ৩৩২/ ৩৩৩/ ৩৪ পেনাল কোড রুজু হয়।আসামীদের ধারালো ছোরার আঘাতে এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম, এসআই নজরুল ইসলাম আহত হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হতে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্ণিত এসআইদ্বয় জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সাথে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ডাকাতদের গ্রেফতার করেন। উক্ত এসআইদ্বয় থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভারিক রাখার লক্ষ্যে সেবাকে ব্রত মনে করে নিষ্ঠার সহিত দায়িত্ব পালনসহ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এহেন সক্রিয় ভূমিকায় এলাকার জনসাধারণসহ সারা দেশে পুলিশের ভাবমুর্তি উজ্বল হয়। বর্ণিত ঘটনা সমূহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় পুলিশের ভাল কাজের প্রশংসা করে সংবাদ প্রকাশিত হয়। গত ২৭/০২/২০২৫ খ্রিঃ তারিখ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত গ্র্যান্ড কল্যাণ সভায় আইজিপি বাহারুল আলম উক্ত এসআইদ্বয়ের ভূয়সী প্রসংশা করত: সাহসিকতার জন্য পুলিশ হেডকোয়ার্টাস কর্তৃক পুরস্কার প্রদানের ঘোষনা প্রদান করেন এবং সিএমপি কমিশনারের পক্ষ হতে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা পুরস্কার ঘোষনা করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page