আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনের শাহবাজপুরে নৌকার কেন্দ্র ভাংচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবুসহ স্বতন্ত্র প্রার্থীর ৮ সমর্থককে কারাগারে প্রেরণ করেছে আদালত।
জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুদ পারভেজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো অন্যান্য আসামীরা হলো- মীর সাইফুল, আক্তার হোসেন, আব্দুস সাত্তার, আবু সাইদ, মীর খলিল, নাইম, মীর সাব্বির।
গত ২৭ ডিসেম্বর সদরের শাহবাজপুরে হক দাখিল মাদ্রাসায় নৌকার প্রচার কেন্দ্রে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় পরদিন সদর থানায় দায়েরকৃত মামলায় আছাদুজ্জামান আকন্দ বাবুসহ ২৫ জনকে আসামি করা হয়।
আছাদুজ্জামান আকন্দ বাবু জামালপুর-৫ সদর আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনুর নির্বাচনের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
মন্তব্য