বেনাপোল প্রতিনিধি>>> ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে “ভাইস চেয়ারম্যান” পদে প্রতিদ্বন্ধী প্রার্থীর নামের তালিকায় যে ক’জন প্রাথী’র নাম মাঠে-ময়দানে উঠে এসেছে, তাদের মধ্যে অন্যতম একজন ক্ষমতাসীন আ’লীগ এর ভ্রাতৃপ্রতিম সংগঠন শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরীন আলম বাদল বর্তমানে তিনি নাভারণ ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সদস্য হিসেবে সম্পৃক্ত রয়েছেন।তার সংক্ষিপ্ত জীবণ বিবরনীতে জানা যায়,শার্শা উপজেলার সদও ইউনিয়নের সরদার বারিপোতা গ্রামের মৃত আহসানুর রহমান ছেলে বাদল।উদীয়মান এই রাজনীতিবীদ একজন সফল ব্যবসায়ী।শিক্ষাগত যোগ্যতা বিএ পাশ।বঙ্গবন্ধু’র আদর্শে গড়া, সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া এই প্রার্থীর চাচা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,যশোর জেলা আ’লীগ সাবেক সভাপতি,৮৫ যশোর-১ শার্শা আসনের সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম তবিবর রহমান সরদার।আসন্ন উপজেলা নির্বাচনে “টিউব ওয়েল” মার্কা নিয়ে “ভাইস চেয়ারম্যান” পদে প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থী শাহরীন আলম বাদল এক সাক্ষাতকারে বলেন, আমার পরিবার সারা জীবন আওয়ামীলীগ রাজনীতির সাথে থেকে শার্শার মানুষের সেবা করে গেছে।আমি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছি।শার্শার জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমার চাচা মরহুম তবিবর রহমান সরদার’র মতো সাধারন মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করবো। এরজন্য শার্শা বাসীর সহযোগীতা একান্ত প্রয়োজন।তরুণ এই রাজনীতিবীদ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শতভাগ জয়ের আশা নিয়ে শার্শা উপজেলাবাসীর দোয়া ও সমর্থন চান।
মন্তব্য