২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • ট্রাভেল >> বিনোদন >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • চাঁপাই থেকে শুরু হলো আমের ট্রেন
  • চাঁপাই থেকে শুরু হলো আমের ট্রেন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ নাহিদ উজ্জামান শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি>>>

    কম খরচে আম পরিহনের জন্য গত তিন বছরের ধারাবাহিকতায় এবারও রেলওয়ে চালু করছে ম্যাংগো স্পেশাল ট্রেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে ফিতা কেটে,বাঁশি বাজিয়ে ও সবুজ পতাকা উড়িয়ে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নুুরুল ইসলাম সুজন।এসময় মন্ত্রী বলেন আমের দেশ চাঁপাইনবাবগঞ্জ, এখানকার আম চাষী ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে আম পরিবহনের জন্য ৪র্থ বারের মত ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা, যাতে কম খরচে আম পরিবহন করতে পারে সবাই।মন্ত্রী রেলকে সাধারনের বাহন উল্লেখ করে, বলেন অনান্য পরিবহনের ভাড়া বাড়লেও রেলের ভাড়া বাড়ানো হয়নি, রেল সাধারন মানুষের বাহন।জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে ম্যাংগো ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জের তিন জন সংসদ সদস্য জিয়াউর রহমান, আব্দুল ওদুদ ও সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন।এসময় রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার সহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, রহনপুর রেলস্টেশনে বিকাল ৪ টায় আম নেওয়ার পর, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে এসে আম নিয়ে সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ম্যাংগো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পযন্ত আম পাঠাতে খরচ হবে ১ টাকা ৩১ পয়সা।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page