রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকায় ঢাকামুখী তিশা প্লাটিনাম পরিবহনের একটি বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ফেনী জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।আটক দ্বীজেন ধর চট্টগ্রামের রাউজান থানার কেউটিয়া বণিকপাড়ার মৃত শুধাংশু বিমল ধরের ছেলে।
বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান।পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামের একটি বাসে করে মাদকের চোরাচালান যাচ্ছে কুমিল্লার দিকে। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার ব্রিজের ওপর বাসটি থামানো হয়।এ সময় তল্লাশি চালালে অভিনব কৌশলে লুকানো অবস্থায় পাচারকারীর পায়ের স্যান্ডেলের সোলে স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে দ্বিজেন ধর জানান, চট্টগ্রামের হাজারী লেন থেকে তিনি কুমিল্লায় যাচ্ছিলেন। বিগত দিনেও এভাবে স্বর্ণ পাচার করেছেন।
মন্তব্য