আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম>>> চট্টগ্রাম মহানগরীর ২ নম্বর গেট এলাকায় অবস্থিত কর্ণফুলী কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।এতে মার্কেটের একটি খাবার হোটেল ও তিটি ছোট দোকান আগুনে পুড়ে যায়।মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার সময় আগুনের সূত্রপাত হয়।পরে রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস জানায়,আগুনে চারটি দোকান পুড়ে যায়। ফায়ারের প্রথমে একটি ইউনিট পরে আরও একটি ইউনিট যোগ হয়।কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শোয়েব হোসাইন মুন্সী বলেন,আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের ১টি ইউনিট কাজ শুরু করে।আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পরে আরও ১ টি ইউনিট যোগ করা হয়।তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মন্তব্য