আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকার নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম র্যাব-৭। গ্রেপ্তার সাইফুল লোহাগাড়ার বড়হাতিয়া এলাকার মৃত জাকির হোসেনের ছেলে।শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় নগরীর বায়েজিদ থানাধীন বিএসআরএম মোড় থেকে তাকে আটক করা হয়।র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে খবর পেয়ে, চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার মামলায় এজাহার নামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাইফুল আলম চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বিএসআরঅএম মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি দল গত ১২ জানুয়ারি ২০২৪ইং তারিখ সময় আনুমানিক রাত ১১ ঘটিকায় সময় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সাইফুল আলম (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে বিএসআরএম মোড় থেকে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য