এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে>>> এখনকার আগে ইন্টারনেট সেবার ভোগান্তিতে পড়ে গ্রাহকরা সে সময় দেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার কে দোষারোপ করতো। এবং সেই সাথে সংশ্লিষ্ট মন্ত্রী জুনাঈদ আহমেদ পলক কে সরাসরি দায়ী করতো।কিন্তু,এখন তো আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই।এবং সংশ্লিষ্ট মন্ত্রী জুনাঈদ আহমেদ পলক ও নেই।তখন ইন্টারনেট এর জন্য আওয়ামী লীগ সরকার ও মন্ত্রী পলক কে দায়ী করা হতো।কিন্তু,এখন কে দায়ী?পুরো চট্টগ্রাম (উত্তর) জুড়ে ইন্টারনেট যে একেবারেই গতি হীন!এর জবাব দিবে কে?গ্রামীণ ফোন এর প্রতিষ্ঠাতা ও বর্তমান দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান উপদেষ্টা ড. ইউনুস সাহেব একটু খবর নিয়ে ইন্টারনেট এর গতি সম্পর্কিত দুর্নাম এর কবর রচনা করতে এগিয়ে আসবেন কি?পুরো চট্টগ্রাম (উত্তর) এ গ্রামীণ ফোন এর ইন্টারনেট গ্রাহকদের চরম ভোগান্তিতে ফেলে দিয়েছে গ্রামীণ ফোন কর্তৃপক্ষ!গত ৫ আগষ্টের পর থেকে গ্রামীণ ফোন’র ইন্টারনেট সেবার গ্রাহকরা গতিহীন ইন্টারনেট এর প্রাণ ফিরে আসায় স্বাচ্ছন্দ্য বোধ করে সোৎসাহে গ্রামীণ ফোন’র ইন্টারনেট ব্যবহার করে আসছিলো। কিন্তু, ক’দিন যাবত হঠাৎ করে তা আবার পূর্বাবস্থায় ফিরে অবস্থা দেখা দেয়ায় গ্রামীণ ফোন ব্যবহার করার ওপর এক ধরনের অনিহা চলে আসতে থাকার উপক্রম।এ মতাবস্থায় গ্রামীণ ফোন কর্তৃপক্ষ যদি গ্রাহকদের জন্য ইন্টারনেট সেবার বিশেষ সুবিধা স্বরূপ নেটওয়ার্কের গতি না বাড়িয়ে দেন তাহলে হয়তো বা অনেকেই গ্রামীণ ফোন ব্যবহার করা ছেড়ে ও দিতে পারেন।
মন্তব্য