এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন>>>নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে এক ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।এসময় তাদের কাছ থেকে ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করে।রোববার গভীর রাতে ওই ইউনিয়নে সেনাবাহিনী ও পুলিশ যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, চরহাজারী ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর (৪৫), বান্দরবানের লামা উপজেলার জমির হোসেন (৬৮), কক্সবাজার উখিয়া উপজেলার ওসমান (২৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ইউপি সদস্য জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বান্দরবনের মাদক কারবারি জমির ও কক্সবাজারের উখিয়া উপজেলার ওসমান ইউপি সদস্য জাহাঙ্গীরের কাছে ইয়াবা সরবরাহ করার সময় চরহাজারী থেকে তাদের গ্রেফতার করে যৌথবাহিনী।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিমল কর্মকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদেরকে রোববার সকালে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য