মোঃ আনোয়ার হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি
সোমবার (১৫মে, ২০২৩খ্রিঃ) তারিখে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব মোঃ শাহাদৎ হোসেন, অফিসার ইনচার্জ, কু্ষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া’র সহযোগিতায় পুলিশ পরিদর্শক (তদন্ত), জনাব মোঃ জহুরুল ইসলাম, এসআই (নিরস্ত্র)/সুফল সরকার, এসআই (নিরস্ত্র)/কাজী এহসানুল হক(সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল), এসআই (নিরস্ত্র)/সাজু মোহন সাহা সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় কুষ্টিয়া মডেল থানার মামলা নং-২৪, তারিখ-১৪/০৫/২০২৩ ইং, ধারা-১৭০/৩৯২ পেনাল কোড রুজু হওয়ার পর অভিযান পরিচালনা করে দ্রুততম সময়ে ছিনতাই চক্রের ০২(দুই) জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হন। যাদের নাম ১। মোঃ জীবন (৩০), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, সাং-শালগাড়ীয়া, ২। মোঃ গোলাম রায়হান @ রবিন (৩২), পিতা-বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম হায়দার, সাং-শিবরামপুর, উভয় থানা ও জেলা-পাবনা। আসামীদ্বয়ের হেফাজত হইতে নীল রংয়ের ০১টি এ্যাপাচি আর.টি.আর মোটরসাইকেল, ০১টি কালো বাটযুক্ত ধারালো চাকু, ছিনতাইকৃত ২৭,৫০০/-টাকা ও ০২টি হাফহাতা গেঞ্জি উদ্ধার করা হয়। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত আছে।
মন্তব্য