মিজানুর নিজস্ব প্রতিনিধি>>>
কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। সোমবার ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে গুড নেইবারস এর আয়োজনে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খানপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনাসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। র্যালি, মানববন্ধন ও আলোচনাসভায় ২শ ৩০ জন শিশু ও মা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক মোছাঃ জেবুননেছা। এসময় বক্তব্য রাখেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর, গুড নেইবারস বাংলাদেশ এর ম্যানেজার যোষেফ টুটুল বিশ্বাস, ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের, সাংবাদিক মিজানুর রহমান ও মাইনুল ইসলাম প্রমূখ।
বক্তারা তাদের আলোচনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা ও উপদেশ মূলক তথ্য-উপাত্ত তুলে ধরেন।
#
মন্তব্য