বিপুল রায়- (নাগেশ্বরী) কুড়িগ্রাম প্রতিনিধিঃ>>>
কুড়িগ্রাম জেলার সদাশয় সরকারের নাগরিকসেবার অভীষ্ট লক্ষ্যসমূহকে জনগণের দারগোড়ায় নিয়ে যাওয়ার অভিপ্রায়কে আরো সুদৃঢ় করতে কুড়িগ্রাম জেলা পুলিশ সম্মানিত প্রাধিকার নাগরিকদের জন্য বিট পুলিশিং স্পেশাল সার্ভিস চালু করে। ০৯ টি উপজেলায় ৭২ টি ইউনিয়ন পরিষদের ও তিনটি পৌরসভায় অবস্থিত বিট পুলিশিং কার্যালয়ে স্ব স্ব অধিক্ষেত্রের পুলিশ অফিসারবৃন্দ অদ্য ০৫ জুন ২০২৩ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত অবস্থান করেন।বিশেষ করে বয়স্ক, নারী, শিশু ও প্রতিবন্ধী নাগরিকদের সেবা নিশ্চিত করার জন্য ‘বাড়ির কাছে পুলিশ’ প্রত্যয়ে সেবা নিশ্চিত করেন।৭৮ টি বিটে আজ প্রায় ৫০০ নাগরিক পুলিশি সেবা ও পরামর্শ গ্রহনের জন্য আসেন। তন্মধ্যে প্রায় ১০০ জনকে তাৎক্ষণিক সেবা প্রদান করা হয়। অন্যদের সংশ্লিষ্ট আইনী পদক্ষেপ বা অফিস রেফার করা হয়।নাগরিকদের পুলিশি সেবা পরামর্শ গ্রহণ এর জন্য আসেন তন্মধ্যে প্রায় জন তাৎক্ষণিক সেবা প্রদান করা হয় অন্যদের সংশ্লিষ্ট আইনি পদক্ষেপ বা অফিস রেফার করা হয়।উক্ত বিট পুলিশিং মাসিক স্পেশাল সার্ভিস কার্যক্রমে কুড়িগ্রাম সদরের বিভিন্ন বিটে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জবাব মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ. কে. এম. ওহিদুন্নবী। এছাড়াও উলিপুর ও চিলমারী থানার বিটসমূহে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, নাগেশ্বরী ও ফুলবাড়ী থানার বিটসমূহে নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ সুমন রেজা, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানার বিটসমূহে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মোর্শেদুল হাসান পিপিএম সহ স্ব স্ব থানার অফিসার ইনচার্জবৃন্দ ও বিট অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য