আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
সময়ের সাথে কৃষিখাতে প্রযুক্তির উৎকর্ষতার ঢেউ আছড়ে পড়ছে।এতে ফসল উৎপাদনে ঘটছে কৃষি বিপ্লব।বিগত বছরের ফলন ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা।উতলে পড়ছে কৃষকের গোলা।এতে কৃষাণ-কৃষাণীর পরিবারের বইছে আনন্দের ঢেউ।বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে টেকসই যান্ত্রিকীকরণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।যার একটি হচ্ছে সমবায়ভিত্তিক সমলয় চাষাবাদ পদ্ধতি।এই পদ্ধতিতে বীজ তলা থেকে ধানের চারা রোপন ও ফসল কর্তন সবকিছুই হবে কৃষি যন্ত্রের মাধ্যমে।এতে কমবে কৃষকের উৎপাদন খরচ,বাড়বে ফসল উৎপাদন।এ পদ্ধতির নতুন দুয়ার খুলে নীলফামারীর কিশোরগঞ্জে রবি মৌসুমী কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় চাঁদখানা ইউপির হরিবাসর ব্লকে সমলয়ে প্লাস্টিকের ফ্রেমের ট্রেতে ধানের বীজ উৎপাদন করে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ৫০ একর১৫০বিঘায় শতাধিক কৃষকের জমিতে হাইব্রিড জাতের বোরো ধান চাষ করা হয়েছে।শনিবার দুপুরে ওই চাষাবাদ ব্লক প্রদর্শনীতে আধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কর্তন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.এসএম আবু বক্কর সাইফুল ইসলামের সভাপতিত্বে,এতে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলট,ইউএনও নূর-ই-আলম সিদ্দিকী,এসিল্যান্ড সানজিদা রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম,অতিরিক্ত কৃষি অফিসার তুষার কান্তি রায়,উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল প্রমূখ।এসময় বক্তাগণ সমলয়ের সুফল তুলে ধরে বলেন,দিন দিন শ্রমজীবি মানুষ এখন শহর মুখী হচ্ছে।ফলে কৃষি কাজে শ্রমিক সংকট তীব্র হচ্ছে।কৃষিশ্রমিকের এই সংকট নিরসনে কৃষিকাজে যান্ত্রিকীকরণের ব্যবহার জনপ্রিয় করতে কাজ করছে সরকার ও কৃষি বিভাগ।যা উপজেলা কৃষি বিভাগের নিবিড় পরিচর্যায় যন্ত্রের মাধ্যমে রোপণ ধানের বাম্পার ফলন হয়েছে।গতানুগতিক চাষাবাদে ফলন হতো ১৫ থেকে ২০ মন।এ চাষে ফলন হয়েছে ৪০ থেকে ৪২ মন।এর আওতায় কৃষকদের বিঘায় ৮- ১০হাজার টাকা অতিরিক্ত ব্যয় সাশ্রয় হচ্ছে।সরেজমিনে দেখা যায়,মেশিনের মাধ্যমে শ্রমিক ছাড়াই মুহূর্তে অধিক পরিমাণ জমির কাটা হচ্ছে ধান! ঝাড়াই-বাছাইও হয়ে যাচ্ছে! এ যেন কৃষিতে বিরাট চমক।ওই ব্লকের কৃষক মশিয়ার রহমান জানান,সকাল থেকে রাত পর্যন্ত গ্রামে গ্রামে শ্রমিক খুঁজতে হত।শ্রমিক পাওয়া গেলেও মজুরি ও খরচ বেশি হওয়ায় পাকা ধান নিয়ে বিপাকে পড়তে হতো। শ্রমিকের জন্য প্রতিদিনই গুনতে হতো ৭০০ থেকে ৮০০ টাকা। ধান কাটার জন্য আর খুঁজতে হবে না কোন শ্রমিক।কম খরচে কম সময়ে বেশি জমির ধান কাটা যাবে এই মেশিনে।এই মেশিন আসাতে আমরা খুশি।যা ইতিমধ্য ৯০শতাংশ জমির ধান ঘরে তুলেছে কৃষক।
মন্তব্য