২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> কিশোরগঞ্জ
  • কিশোরগঞ্জে শিশু সুরক্ষা ও উন্নয়নে বাজেট বরাদ্দের স্বারকলিপি প্রদান
  • কিশোরগঞ্জে শিশু সুরক্ষা ও উন্নয়নে বাজেট বরাদ্দের স্বারকলিপি প্রদান

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।এরাই নেতৃত্ব দেবে আগামীতে।অপরাপর ক্ষুধা,দারিদ্র, বেকারত্ব,সন্ত্রাস,দূর্নীতি,মাদকাসক্তি তথা সকল প্রকার সামাজিক অবক্ষয় হতে জাতীকে রক্ষা করতে হলে শিশুর পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করণের বিকল্প নেই।এ লক্ষ্যে নীলফামারীর কিশোরগঞ্জে নিতাই ইউনিয়ন পর্যায়ে শিশু সুরক্ষা ও উন্নয়নে ২০২৪-২৫ সালের বার্ষিক বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের সুপারিশ সম্বলিত স্বারক লিপি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১৫ মে)সকালে নিতাই আধারে আলো শিশু ফোরামের আয়োজনে ও কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় নিতাই ইউনিয়ন পরিষদ হলরুমে এ স্বারকলিপি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় ওই ইউপি চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবুর নিকট স্মারকলিপি তুলে দেন,আধারে আলো শিশু ফোরামের সভাপতি মায়ীশা মোতারিমা।এতে আরো উপস্থিত ছিলেন,পানিয়াল পুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক,ইউপি সচিব শহিদুল ইসলাম,মেম্বার,মহিলা ভাইস চেয়ারম্যান,এপির প্রোগ্রাম অফিসার জনকেনেডি ক্রশ,গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক প্রমুখ।জানা যায়,আধারে আলো শিশু ফোরাম একটি শিশু কেন্দ্রিক ও শিশু পরিচালিত সংগঠন যা সকল শিশুর সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে।এ লক্ষে সকল শিশুদের অধিকার প্রতিষ্ঠা,শিশু সুরক্ষা,শিশুর প্রতিভা বিকাশ,শিশু দিবস উদযাপন,প্রতিবন্ধী শিশুর উন্নয়ন,শিক্ষা,নেতৃত্ব ও যোগাযোগ ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নে শিশু ফোরামটির নিজস্ব কোন বাজেট(তহবিল)নেই।তাই এসব কার্যক্রম বাস্তবায়নের জন্য নিতাই ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের জাতীয় বাজেট থেকে প্রয়োজনীয় বরাদ্ধের সুপারিশ করা হয়।এসময় চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু অন্যান্য ইউনিয়ন পরিষদ গুলোর চেয়ে সর্বোচ্চ বরাদ্দ প্রদানে প্রতিশ্রুতি ব্যক্ত করে স্বারকলিপিতে স্বাক্ষর করেন।পাশাপাশি সরকারিভাবে ক্রীড়া বরাদ্দের সমুদয় অর্থ শিশুদের কল্যাণে ব্যয় করার কথাও জানান।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page