আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ>>>
আগামী স্মার্ট জাতি গঠনের কারিগর দক্ষ নারী।আর এ স্মার্ট জাতি গঠনে বাল্যবিয়ে একটি বড় বাধা। তাই বাল্যবিয়ে বৃদ্ধির ক্রমবর্ধমান হারের লাগাম টেনে ধরতে অংশীদারিত্বের ভিত্তিতে গ্রাম-গঞ্জে খুব জোরে সোরে কাজ করছে নীলফামারীর কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।এরই ধারাবাহিকতায় মে মোমেন্ট ২০২৩কে সামনে রেখে ছড়িয়ে দেই তারুণ্যর “কণ্ঠস্বর,শিক্ষাজীবন শেষ করি বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ি,আমার গ্রাম আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্যবিয়ে মুক্ত”এ আওয়াজ তুলে সোমবার(২৯ মে)সকালে যুব ফোরামের আয়োজনে ও কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বাল্যবিয়ে নিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রণচণ্ডী ইউনিয়নে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।র্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের সহস্রাধিক দুরন্ত কিশোরী(শিক্ষার্থী) অংশ নেয়। র্যালিটি রণচণ্ডী অবিলের বাজার হতে কৈমারী সড়ক হয়ে কয়েকটি গ্রাম প্রদক্ষিণ করে রণচন্ডী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রণচন্ডী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খগেন্দ্র রায়ের সভাপতিত্বে বাল্য বিয়ের কুফল তুলে ধরে বক্তব্য দেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রাকিব হোসেন,রণচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন,এপি ম্যানেজার পিকিং চাম্বুগং,ইউপি সদস্য সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ প্রমুখ।এ সময় আরো উপস্থিত ছিলেন,ওই কমিউনিটির প্রায় দুই শতাধিক কিশোরীর মা। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন,জুনিয়র প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন।
মন্তব্য