আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
গণতন্ত্র,স্বাধীনতা ও শান্তি আন্দোলনে অবদান রাখায় বিশ্ব শান্তি পরিষদ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে নোবেল খ্যাত জুলিও কুরি’ শান্তি পদক পুরস্কারে ভূষিত করেন।বঙ্গবন্ধুর এ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ইউএনও নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বিশ্ব শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অসামান্য অবদান তুলে ধরে বক্তব্য দেন,এসিল্যান্ড সানজিদা রহমান,উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি,ওসি তদন্ত এসএম শরীফসহ বিভিন্ন দপ্তরের কমকর্তা প্রমুখ।
মন্তব্য