সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি (নড়াইল)>>> নড়াইলের লোহাগড়ায় শিশুদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কালের কণ্ঠ পত্রিকার ”শুভ সংঘ” লোহাগড়া শাখা শালনগর ইউনিয়নে শিশুদের নিয়ে এ আয়োজন করে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার (২৭ মে) বেলা ১১টায় পারশালনগর গ্রামে নজরুল ইসলাম ইন্টারন্যাশনাল (কিন্ডার গার্ডেন) স্কুল চত্বরে অর্ধশতাধীক শিশুরা সাদা কাগজে তাদের রঙ-তুলিতে গ্রামবাংলার চিত্র তুলে ধরে। ছবি আঁকার মাধ্যমে শিশুরা যেন তাদের মনের কথা প্রকাশ করতে থাকে। যার যার মতোন করে যতœ করে সাদা পাতায় রং-তুলিতে প্রকৃতিকে আপনমনে সাঁজায় কঁচি-কাঁচারা। স্কুল চত্বর যেন শিশুদের মিলন মেলায় পরিণত হয়। অভিভাবকসহ গ্রামের খেঁটে-খাওয়া মানুষ, কৃষক সকলেই যেন শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছিলেন।লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী সৈয়দ শফিকুর রহমান রোমেল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা যুবলীগের সদস্য শেখ সদর উদ্দিন শামীম, এসিআই লিমিটেড এর ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার কিছলুর রহমান মুরাদ, ইঞ্জিনিয়ার মোর্শেদ আলম, মীর সিকিউরিিিটজ এর এজিএম মোঃ মুস্তাফিজুর রহমান, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও তরুন ব্যবসায়ী সৈয়দ পিকুল, লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি শিমুল হাসান, সাংবাদিক জাহিদুল হক রনি, রইচ উদ্দিন টিপু।অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন স্কুলের পরিচালক তরুণ সমাজসেবক আব্দুল্লাহ আল মামুন, স্কুলের প্রধান শিক্ষক সৈয়দা এসমতারা তুলি, সহকারী শিক্ষক শারমিন সুলতানা, রাবেয়া খানম, মৌমিতা খানম। স্থানীয় সমাজসেবক মুন্নু মিয়া, আকরাম হোসেন মোল্যা, মোহিত কুমার আদিত্য, হেদায়েত মিয়া প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কন শেষে ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরন বই, খাতা, পেন্সিল বক্স, টিফিন বক্স প্রদান করা হয়। পরে শিশুদের মাঝে কেক, মিষ্টি, বিস্কুট বিতরন করা হয়।অতিথিরা বক্তব্যে বলেন, দেশ সেরা শিল্প গ্রপ বসুন্ধরা গ্রপের মালিকানাধীন কালের কণ্ঠ পত্রিকা শুভ সংঘের মাধ্যমে তৃণমূল থেকে শিশুদের নিয়ে মহত কার্যক্রম শুরু করেছে। অসহায়দের খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা, শিক্ষা-সংস্কৃতিতে অবদান রাখছে বসুন্ধরা গ্রপ। বসুন্ধরা গ্রপের চেয়ারম্যান, এমডিসহ পরিচালকদের কাছে বক্তারা দাবি জানান, দোয়া করি এ সেবাদান অব্যাহত থাকুন আজীবন।
মন্তব্য