কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি>>>নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল মিলনায়তনে সোমবার বে-সরকারি সংস্থা আশা কর্তৃক দারিদ্র বিমোচনে ছাগল, ভেড়া প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।৩০ জন মহিলা ছাগল, ভেড়া খামারি প্রশিক্ষণে অংশ নিয়েছেন।ছাগল,ভেড়ার সুচিকিৎসা নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন হাসপাতালের ভেটেরিনারী সার্জন আনোয়ার পারভেজ,উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সারোয়ার জাহান।দারিদ্র বিমোচনে আশা’র ছাগল,ভেড়া পালনের প্রশিক্ষণ পর্যায়ক্রমিক একটি যুগান্তকারী উদ্যোগ।এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা’র সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. আজিজুল হক।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা (বারহাট্টা) আশা’র সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার এ.কে.এম আজাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলমাকান্দা ব্রাঞ্চ ম্যানেজার আকতারুজ্জামান,পাঁচগাও ব্রাঞ্চ ম্যানেজার তাজউদ্দিন আহম্মেদ ও কলমাকান্দা প্রেসক্লাবের সাবেক সম্পাদক মো. ফখরুল আলম খসরু।প্রশিক্ষণলব্দ জ্ঞান খামারিদের অর্থনৈতিকভাবে সাহস যোগাবে বলে আশা কর্তৃপক্ষ আশা পোষণ করেন।উল্লেখ্য, বে-সরকারি সংস্থা আশা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বৃহত্তম একটি বে-সরকারি ক্ষুদ্র ঋণ ও মানবিক উন্নয়ন সংস্থা।
মন্তব্য