আনিসুর রহমান মিঠু ঠাকুরগাঁও প্রতিনিধি>>> বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের মালামাল ক্রয়, সরবরাহ ও প্রয়োজনীয় মালামাল এবং জনবল কৃত্রিম সংকট তৈরী করে,গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছাড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের হয়রানির প্রতিবাদসহ বেশ কয়েকটি দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে সংশ্লিস্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারিরা।সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন,শুধু হয়রানী নয় গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সকল অনিয়মিত, চুক্তি ভিত্তিক কর্মচারিদের চাকুরি নিয়মিত করতে হবে। নিম্নমানের মালামাল সরবরাহ বন্ধ করে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।তা না হলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিরা আরো কঠোর কর্মসুচী প্রদানে বাধ্য হবে।পরে দাবী বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্বারকলিপি প্রদান করেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিরা।
মন্তব্য