কলমে ঃমোঃ আতিয়ার রহমান
নৌকা চালায় নদীতে মাঝি
ভাটিয়ালি গেয়ে
মন খুশিতে দিচ্ছে পাড়ি
এলোমেলো বেয়ে।
বাহন হিসাবে নৌকার কদর
বর্ষাকালে হয়
হঠাৎ করে উঠলে ঝড়
ডুবার ভয় রয়।
ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে
নৌকার মধ্য দিয়ে
দ্রুত সময়ে মালামাল পৌঁছায়
নৌকার করে নিয়ে।
এক সময়ে যাতায়াতের জন্য
নৌকায় ছিলো মাধ্যম
যান্ত্রিক বাহন আবিষ্কারে
অবস্থা যেনো অধম।
নৌকায় কারোর বাড়ি ঘর
নৌকায় পাতে সংসার
নৌকা চালিয়ে আবার কেউ
নির্বাহে ব্যয় ভার।
নৌকা ভ্রমণের আনন্দ ঢের
ভ্রমণ কারীরা জানে
প্রযুক্তি যতই হোকনা উন্নত
নৌকায় সবার টানে।
শিরোনাম ঃ বাহন
কলমে ঃমোঃ আতিয়ার রহমান
তারিখ ঃ২৬-৫-২৩
নৌকা চালায় নদীতে মাঝি
ভাটিয়ালি গেয়ে
মন খুশিতে দিচ্ছে পাড়ি
এলোমেলো বেয়ে।
বাহন হিসাবে নৌকার কদর
বর্ষাকালে হয়
হঠাৎ করে উঠলে ঝড়
ডুবার ভয় রয়।
ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে
নৌকার মধ্য দিয়ে
দ্রুত সময়ে মালামাল পৌঁছায়
নৌকার করে নিয়ে।
এক সময়ে যাতায়াতের জন্য
নৌকায় ছিলো মাধ্যম
যান্ত্রিক বাহন আবিষ্কারে
অবস্থা যেনো অধম।
নৌকায় কারোর বাড়ি ঘর
নৌকায় পাতে সংসার
নৌকা চালিয়ে আবার কেউ
নির্বাহে ব্যয় ভার।
নৌকা ভ্রমণের আনন্দ ঢের
ভ্রমণ কারীরা জানে
প্রযুক্তি যতই হোকনা উন্নত
নৌকায় সবার টানে।
মন্তব্য