কবিঃ সাদেকুল ইসলাম
আসো তবে ফিরে, ওহে প্রিয় কবি,
আসো মোর দ্বারে,
আলোকিত করে, মোর আঙ্গিনাতে
ফুল ফুটাও বারে বারে।
তুমি যেন এক, ফুটন্ত ফুল
জ্যোৎস্না ভরা চাঁদ
তুমি বিদ্রোহী বলে, দুর্বার চলে
ঘনিয়েছ তিমির রাত।
অগ্নিবীণায় আগুনের ফুলকি তুমি
ছুড়ে ফেলো ধুমকেতুর মতো,
তুমি তেজিয়ান, তুমি মহীয়ান
তোমার জয়ধ্বনি অবিরত।
তুমি বিপ্লবী, তুমি যোদ্ধা,তুমি প্রেমিক,
তুমি ভালবাসা জনতার
তোমায় অনুসরণে জাগিয়ে তুলবো
দেশপ্রেম উদিত আবার।
তুমি বিশ্ব পরিমন্ডলে
এক উজ্জ্বল উদাহরণ
তাইতো পরলোকগমনের পরেও তুমি
হয়েছো আজি বরণ।
ভালো থেকো কবি,সুখে থেকো সেথায়
করি এই প্রার্থনা
তোমার মতো এক মহাপুরুষ
এই ধরায় আর পাবো না।
মন্তব্য