নিউজ ডেক্স
কক্সবাজার সদর ও চকরিয়া মেধাকচ্ছপিয়া মুসলিম বাজার কক্সবাজার সদর এলাকা থেকে পৃথকভাবে র্যাবের অভিযানে ২ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মান্না -আব্বাস নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে কক্সবাজার র্যাব-১৫I১৯ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার ভোর ৩ ঘটিকার সময় এই অভিযান পরিচালনা করা হয়৷গ্রেফতারকৃতরা হলেন >আসামী আব্বাস (৪০), কক্সবাজার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের কচ্চপিয়া মধ্যম মেধা এলাকার শহর মুল্লুকের ছেলে ৷অপর মোহাম্মদ মান্না কক্সবাজার খুরুস্কুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড হামজার ডেইল এলাকার মোঃ ইউসুফ এর ছেলে ৷র্যাব-১৫, কক্সবাজার সিনিয়র সহকারী ( মিডিয়া ল এন্ড) আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান ৷দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে কক্সবাজার ১৫
এরই ধারাবাহিকতায় জিআর-১১৮/১৪, মোতাবেক গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত আসামী আব্বাস’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ১৯/০২/২০২৪ তারিখ ভোর ৩ ঘটিকার সময় র্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের চকরিয়া থানাধীন খুটাখালী মধ্যম মেধা কচ্চপিয়া মুসলিম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি কাজে বাধা ও সরকারি কর্মচারীদের উপর আক্রমণ সংক্রান্তে দায়েরকৃত মামলায় এক বছরের সাজা ওয়ারেনভুক্ত পলাতক আসামী আব্বাস (৪০), কে গ্রেফতার করে ৷অপর আসামি মামলা নং-৫৬, তারিখ-২৪/০৫/২২, নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ২০০০ মোতাবেক শিশু অপহরণ ও ধর্ষণের চেষ্টা সংক্রান্তে দায়েরকৃত মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মান্না (২২) কে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামি নিজেদেরকে সংশ্লিষ্ট মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বলে স্বীকার করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল বলে জানায়।গ্রেফতারকৃত আসামীদ্বয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য