শফিক আর রহমান বিশেষ প্রতিনিধি কক্সবাজার >>> আজ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন। সমিতির কার্যনিবাহী কমিটির ১৭টি পদে এবার মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা আইনজীবী সমিতির মোট সদস্য সংখ্যা প্রায় ১২ শতের উপর তার মধ্যে নির্বাচনে ভোটার হয়েছেন ৯১৮ জন। চকরিয়া ও কুতুবদিয়া আদালতে কর্মরত ৮০ জন ভোটার চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে ভোট প্রদান করবেন। ৮৩৮ জন ভোটারের ভোট গ্রহন করা হবে জেলা আইনজীবী সমিতির মূল ভবনে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হবে।সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিএনপি ও জামায়াত ইসলামী সমর্থিত আইনজীবীরা ১৭টি পদে পৃথক ২টি প্যানেলে নির্বাচন করছেন। ৪ জন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। ৫ ই আগস্টে আওয়ামীলিগ এর চরম ভরাডুবি হওয়াই তারা কোন রকম প্যানেল দিতে ব্যার্থ হই।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ বাকেরের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করছেন।উভয় প্যানেলের প্রার্থীরা আইনজীবীদের কল্যানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আদালত পাড়া এখন নির্বাচনী আমেজে উৎসবমুখর।প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণে সকলের সহযোগিতা কামনা করছেন।১৯০১ সালে প্রতিষ্ঠিত হয় জেলা আইনজীবী সমিতি।কার্যকরী কমিটিতে চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি থেকে ৩ জন প্রতিনিধি কো-অপ্ট করা হবে।
মন্তব্য