নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এপ্রিল”২০২৩ মাসের জেলার বিভিন্ন থানার কার্যক্রম পর্যালোচনা করে পারফরম্যান্স বিবেচনায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সেরা অফিসারদের ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।১১ মে’২৩ ইং তারিখ কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার)। এসময় আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ সাহেদ মিয়া, পুলিশ সুপার, সিআইডি,কক্সবাজার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল ইসলাম, কক্সবাজার, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, জনাব রাসেল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি), অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) কক্সবাজার, মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কক্সবাজার, মোঃ তৌফিকুল আলম, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধিগণ এবং নয়টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জ বৃন্দ।সভায় বিভিন্ন থানার অপরাধ পর্যালোচনা পুর্বক এপ্রিল/২০২৩ মাসের পারফরম্যান্স বিবেচনায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সেরা অফিসারদের ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্য