২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • কক্সবাজার উখিয়ার লাল পাহাড়ে আরসার আস্তানায় র‍্যাবের অভিযান গোলাগুলি চলতেছে বিপুল পরিমাণ গ্রেনেড অস্ত্র  ও রকেট সেল উদ্ধার গ্রেফতার ২
  • কক্সবাজার উখিয়ার লাল পাহাড়ে আরসার আস্তানায় র‍্যাবের অভিযান গোলাগুলি চলতেছে বিপুল পরিমাণ গ্রেনেড অস্ত্র  ও রকেট সেল উদ্ধার গ্রেফতার ২

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    কেফায়েত উল্লাহ নিজস্ব প্রতিবেদক টেকনাফ >>>  কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে আরসার আস্তানায় অভিযান পরিচালনা করতেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কক্সবাজার (র‍্যাব)।এখন পর্যন্ত সেখান থেকে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীটির দুই সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি বহু অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব।বুধবার (১৫ মে) ভোররাত থেকে এ অভিযান শুরু হয়েছে।বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানিয়েছেন,বেশ কিছুদিন ধরে ক্যাম্পে রোহিঙ্গা হেড মাঝিসহ কয়েকজনকে গুলি ও গলা কেটে হত্যার ঘটনা ঘটছে। এরই প্রেক্ষিতে রোহিঙ্গা ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র‌্যাব। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্পসংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানার অবস্থান শনাক্ত করা হয়।মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাত ২টা থেকে অভিযান শুরু হয় এবং পুরো লাল পাহাড় ঘিরে রাখে র‍্যাব।এক পর্যায়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। অভিযান এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের ওই অধিনায়ক।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page