২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> ব্যবসা ও বানিজ্য >> সোস্যাল মিডিয়া
  • এনায়েত বাজারের উন্নয়ন ব্যয় হবে ৩ কোটি ৮৬ লক্ষ টাকা
  • এনায়েত বাজারের উন্নয়ন ব্যয় হবে ৩ কোটি ৮৬ লক্ষ টাকা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিজস্ব প্রতিনিধি

    আজ নগরীর ২২নং এনাছেু বাজার ওয়ার্ডে সড়ক ও নালা নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। প্রকল্পের ব্যয় ৩ কোটি ৮৬ লক্ষ টাকা এ প্রকল্পের আওতায় গোয়াল পাড়া বানিয়ার টপ থেকে সিআরবি সাত রাস্তার মোড় পর্যন্ত রাস্তা মেরামত ও নতুন নালা নির্মাণ, গোয়াল পাড়া সোহেল এর দোকান থেকে ওয়ার্ড অফিসের উত্তর কর্ণার পর্যন্ত নালায় স্ল্যাব নির্মাণ, নন্দনকানন হরিশ দত্ত লেইন রাস্তা ও নালার উপর স্ল্যাব নির্মাণ, নন্দনকানন ২নং লেইনের উন্নয়ন ও ১নং লেইনে নালার স্ল্যাবসহ রাস্তার উন্নয়ন, গোয়াল পাড়া লেইন বাই লেইনের ও লোকনাথ মন্দির হতে পশ্চিম গোয়াল পাড়া পানির পাম্প পর্যন্ত রাস্তা ও নালার উন্নয়ন এবং গোলাপ সিং লেইনের উন্নয়ন করা হবে।এসময় জলাবদ্ধতা নিরসণে নাগরিকদের সচেতন আচরণের আহবান জানিয়ে মেয়র বলেন, এনায়েত বাজারের মতো উঁচু এলাকায় জলাবদ্ধতা হওয়ার কথা নয়। কিন্তু অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণ, এলাকার প্রাকৃতিক জলাধারগুলো ভরাট, পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা থাকা সত্তে¡ও অভ্যাসগত কারণে নালায় পলিথিন ও প্লাস্টিক ফেলার কারণে এ এলাকায় জলাবদ্ধতা হচ্ছে। নীচু এলাকায় প্রকল্প করে জলাবদ্ধতা কমানো সম্ভব কিন্তু উঁচু এলাকাগুলোতে মানুষের সচেতন আচরণও প্রয়োজন।এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, সংরক্ষিত নারী কাউন্সিলর নিলু নাগ, চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুল হুদা, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা, সহকারী প্রকৌশলী আসীর হামীমসহ প্রকল্পের উপকারভোগী জনসাধারণ।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page