১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় শহীদ  বুদ্ধিজীবী দিবস পালন ও আলোচনা সভা। নরসিংদী জেলার সাহিত্যের সন্ধানে মাসিক আড্ডা ও জেলা কমিটি গঠন: এদেশের মানুষ ভালো নাই, তারা ভোট চাই, তারা নির্বাচন চাই – অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে। রংপুরের গঙ্গাচড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন  প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার পক্ষ থেকে মালদ্বীপস্থ  বাংলাদেশ হাইকমিশন বরাবর স্মারকলিপি প্রদান। একাত্তরের শহীদরা বাঙালি জাতির অনুপ্রেরণা – চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কলমাকান্দায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কোম্পানীগঞ্জে ৭জন জামায়াত শিবির কর্মীকে গণহত্যার বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশে। বুদ্ধিজীবী দিবসে রাজশাহী জেলা পরিষদের শ্রদ্ধা জ্ঞাপন
আন্তর্জাতিক:
দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী  সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস বাংলাদেশসহ যেসব দেশে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু প্রয়োজনীয় সব সংস্কারে প্রস্তুত আছি, সবার পরামর্শ চাই: ড. ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন  মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতি – বড়ো ধরনের যুদ্ধ এড়াতে বিশ্বনেতাদের উদ্যোগ জরুরি
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> কিশোরগঞ্জ >> জাতীয় >> দেশজুড়ে
  • আলফাডাঙ্গায় সম্পত্তির লোভে আপন বোনের উপর ২ ভাইর নির্মম অত্যাচার
  • আলফাডাঙ্গায় সম্পত্তির লোভে আপন বোনের উপর ২ ভাইর নির্মম অত্যাচার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    বিশেষ প্রতিনিধি >>>
    সম্পত্তির লোভে দুই ভাই পিটিয়ে গুরুত্বর জখম করে আপন বোন তৃনা খানম(৩২)কে হাসপাতালে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। গত ৮ নভেম্বর দিনগত রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাতবড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ৯৯৯ (ত্রিপল নাইন) এ ফোন দেওয়ার পর পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এখন তার অবস্থা আশংকা জনক।সরেজমিনে তদন্ত করে জানা যায়, যুদ্ধ কালীন নৌ-কমান্ড মরহুম বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবীর জীবিত থাকা অবস্থায় অবাধ্য দুই ছেলে কোন খোজ খবর না নেওয়ায় তার ও তার স্ত্রীর চিকিৎসা ও ভরনপোষণ করবার জন্য হেস্ষা অনুযায়ী তার সম্পত্তি ও বসত ঘর মেয়ে কে দান দলিল করে দেন। বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবীর মারা গেলে তৃনা তার মাকে নিয়ে বাবার রেখে যাও বীর নিবাস ও বসত বাড়ি টিনের ঘরে বসবাস করেন।
    তৃনা সাংবাদিকদের বলেন, আমাকে বাবা জমি লিখে দেওয়াই কাল হয়ে দারিয়েছে,আমার দুই ভাইয়ের একজন শিক্ষক নামে প্রতারক শেখ মির্জা,আরেকজন শেখ এনামুল গাড়ি চালক বনানী থানা সহ বিভিন্ন থানায় একাধিক চুরি,ছিনতাই ও মাদক মামলার আসামি।তারা আমাদের পূর্বের শত্রুদের সাথে হাত মিলিয়ে বারার রেখে যাওয়া বসত ঘর ও জমি জোর জুলুম করে দখল ও মালামাল লুট করিয়ে দেন। সর্বশেষ বীর নিবাসে আমি মা কে নিয়ে বসবাস করছি, এমতাবস্থায় ওরা মির্জা ও এনামুল ঘটনার দিন রাতে বাড়ি তে এসে আমাকে ঘরের ভিতরে আটকিয়ে হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র রামদা ও লোহার রড দিয়ে বেধম মারপিট করে।আমার চিৎকারে আসে পাশের লোকজন ঘরের দরজা খুলতে বললে, আমাকে বাতরুমে আটকিয়ে রাখেন এবং তাদের পারিবারিক বিষয় বলে তাড়িয়ে দেন। মা ঠেকাতে গেলে তাকেও মারধর করেন। আমি বাচার জন্য ৯৯৯ ফোন করে আকুতি বিনতি করলে পুলিশ উদ্ধার করে আলফাডাঙ্গা সরকারী হাসপাতালে ভর্তি করেন।
    তিনি কান্না কন্ঠে আরও বলেন,আমাকে ঘরে আটকিয়ে মারলে বলি ভাই তোরা জমি ও বীর নিবাস নিয়ে যা, আমাকে আর মারিস না, মির্জা বলে তোকে তো মেরই ফেলবো আর তোর কাজে যে সহযোগিতা করবে তাকে মেরে মধুমতি নদীতে ভাসিয়ে দিব। আমি ক্ষমা চাইলেও আমাকে ও মা কে মারধর করে। আমি আপনাদের (সাংবাদিক) মাধ্যমে প্রশাসনের সহোযোগিতা কমনা করি এবং আইনি সহযোগিতা চাই।
    নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা বলেন, তৃনার বাবা কেও তার ভাইরা মারধর করেছে আগে,এখন তৃনা কে বাড়ি ছাড়ার হুমকি দিয়েছে, বাড়ি ছাড়েনা বিধায় আর এ অবস্থা করেছে। আমরা ঠেকাতে গেলে ওরা আমাদের ও হুমকি দেয়।ওরা খারাপ লোক,দর্ষুদের সাথে ওদের সম্পর্ক। এটা আবার আপনি পত্রিকায় লিখেন না।
    এ বিষয়ে মির্জা বলেন,এটা আমাদের পারিবারিক বিষয়।
    জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, অভিযোগ পেয়েছি, মামলার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page