কবি : নুরুল কবির
কত সুন্দর গ্রাম খানি মোর 
নাম যে হলো কাঞ্চনা,
পাঠক সকল এ গ্রাম খানি 
আপনি এখন চিনেন কিনা?
চট্টগ্রামের সাতকানিয়া
আমার এ গ্রাম খানি ,
নিজের ছেয়েও এ গ্রামটিকে
আপন বলে চিনি।
মায়ার বাঁধন এগ্রাম জুড়ে 
ছোট্ট বেলার স্মৃতি, 
মায়ের ভাষা মাতৃভাষা 
কত স্বজন প্রীতি।
ছোট্ট বেলার আপন তুমি 
ভালো লাগার দিন, 
অসময়ে মজার দিলে 
সময় সীমাহীন।
ভুলবনাকো তোমার স্মৃতি 
পুরোনো দিনের কথা,
তোমায় ভুলতে আমার 
বড়ই অন্তরে লাগে ব্যাথা ।
পাহাড়ের ঝর্ণা দ্বারা
ভূলায় নদীর শ্রোতে ,
ওহে গ্রাম খানি তোমায় 
পারিনা ভুলিতে।


 বাংলাদেশ সংবাদ প্রতিদিন
  বাংলাদেশ সংবাদ প্রতিদিন


 
        
                        
                        


 
    				     
    				     
    				     
    				     
    				     
    				     
    				    


 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
মন্তব্য